Cristiano Ronaldo

নতুন চুক্তিতে প্রতি দিন রোনাল্ডোর আয় সাড়ে ৫ কোটি টাকা, গোল করলেই আরও ৯৪ লক্ষ! আর কী কী পাবেন সিআর৭?

বছরে ২,০০০ কোটি টাকা পাওয়ার অর্থ রোনাল্ডো মাসে পাবেন ১৬৭ কোটি টাকা, সপ্তাহে সাড়ে ৩৮ কোটি টাকা। প্রতি দিনের হিসেবে এই অঙ্কটা সাড়ে ৫ কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৪:১৪
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার আল নাসেরের সঙ্গে দু’বছরের নতুন চুক্তি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের লিগে খেলবেন সিআর৭। যা জানা যাচ্ছে, প্রতি বছর ১৭ কোটি ৮০ লক্ষ পাউন্ড পারিশ্রমিক পাবেন তিনি। ভারতীয় মুদ্রায় ২,০০০ কোটি টাকা।

Advertisement

বছরে ২,০০০ কোটি টাকা পাওয়ার অর্থ রোনাল্ডো মাসে পাবেন ১৬৭ কোটি টাকা, সপ্তাহে সাড়ে ৩৮ কোটি টাকা। প্রতি দিনের হিসেবে এই অঙ্কটা সাড়ে ৫ কোটি টাকা। রোনাল্ডো ঘণ্টায় রোজগার করবেন ২৩ লক্ষ টাকা, মিনিটে ৩৮ হাজার টাকা এবং প্রতি সেকেন্ডে ৬৩৬ টাকা।

এখানেই শেষ নয়। বোনাস হিসেবে পাবেন ২৮৮ কোটি টাকা। যা দ্বিতীয় বছরে বেড়ে হবে ৪৪৭ কোটি টাকা। যদি আল নাসের সৌদি লিগে চ্যাম্পিয়ন হয়, তা হলে রোনাল্ডোর বাড়তি বোনাস হবে ৯৪ কোটি টাকা। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতলে রোনাল্ডো পাবেন ৭৬ কোটি টাকা। সোনার বুট জিতলে পাবেন ৪৭ কোটি টাকা। গোল করলেই রয়েছে বাড়তি টাকা। প্রতি গোলের জন্য রোনাল্ডো পাবেন ৯৪ লক্ষ টাকা। অ্যাসিস্ট (অন্য কাউকে গোল করতে সাহায্য করা) পিছু পাবেন ৪৭ লক্ষ টাকা।

Advertisement

মাঠের বাইরেও রোনাল্ডোর জন্য রয়েছে মোটা টাকা। স্পনসরশিপ বাবদ তিনি পাবেন ৭০৫ কোটি টাকা। ব্যক্তিগত বিমানে যাতায়াতের খরচ হিসেবে পাবেন ৪৭ কোটি টাকা। এর বাইরে রয়েছে আল নাসেরের ১৫ শতাংশ মালিকানা।

বৃহস্পতিবার রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের চুক্তির কথা জানানো হয়। পর্তুগিজ তারকাকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করে ক্লাব লিখেছে, ‘‘কাহিনি চলবে’’। রোনাল্ডো সমাজমাধ্যমে লেখেন, ‘‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। একসাথে ইতিহাস তৈরি হবে।’’

পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনাল্ডো সম্প্রতি পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জিতেছেন। ক্লাব এবং দেশ মিলিয়ে মোট ২৮টি বড় ট্রফি জিতেছেন তিনি। তবে ইউরোপে সাফল্য পেলেও সৌদি আরবে এখনও পর্যন্ত সে ভাবে দাগ কাটতে পারেননি তিনি। আল নাসেরের হয়ে এখনও পর্যন্ত শুধু আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন। সেটিও দু’বছর আগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement