Santosh Trophy 2026

সন্তোষ ট্রফিতে টানা দ্বিতীয় জয় বাংলার, নরহরির শেষ মুহূর্তের গোলে সঞ্জয়ের দলের তিন পয়েন্ট

নাগাল্যান্ডকে প্রথম ম্যাচে সহজে হারালেও সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলাকে জিততে হল লড়াই করে। নরহরি শ্রেষ্ঠার শেষ মুহূর্তের গোলে বাজিমাত সঞ্জয় সেনের দলের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:২০
Share:

গোলের পর উচ্ছ্বাস নরহরি শ্রেষ্ঠার। ছবি: সংগৃহীত।

সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচেও জয় পেল বাংলা। শুক্রবার গত বারের চ্যাম্পিয়নেরা ১-০ গোলে হারাল উত্তরাখণ্ডকে। অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে বাংলার একমাত্র গোলদাতা নরহরি শ্রেষ্ঠা।

Advertisement

নাগাল্যান্ডকে ৪ গোল দিয়ে এ বারের সন্তোষ ট্রফি শুরু করেছিল সঞ্জয় সেনের দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য ততটা সহজ জয় এল না। উত্তরাখণ্ডের বিরুদ্ধে গোল পেতে লড়াই করতে হল সঞ্জয়ের ছেলেদের। গোড়ালিতে হালকা চোট থাকায় এদিন প্রথম একাদশে স্ট্রাইকার উত্তম হাঁসদাকে রাখেননি সঞ্জয়। উত্তরাখণ্ডের লম্বা থ্রো এবং আগ্রাসী ফুটবল নিয়ে দলকে আগেই সতর্ক করেছিলেন সঞ্জয়। সঙ্গে ছিল হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের ৫ ঘণ্টার ধকলের চিন্তা। তবে সব প্রতিকূলতাকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বাংলার ফুটবলারেরা। ম্যাচের একদম শেষে সংযুক্ত সময় গোল করেন নরহরি। তবে সঞ্জয় তাঁকে প্রথম একাদশে রাখেননি। পরে পরিবর্ত হিসাবে নামিয়ে বাজিমাত করেন বাংলার কোচ।

ম্যাচ হারলেও উত্তরাখণ্ডের বিরুদ্ধে চাপে ছিল বাংলা। তুল্যমূল্য লড়াইয়ের চেষ্টা করেছেন উত্তরাখণ্ডের ফুটবলারেরা। দু’দলই গোলের কিছু সহজ সুযোগ নষ্ট করেছে। দ্বিতীয়ার্ধের শেষ পর্যন্ত গোল না হওয়ায় কিছুটা চাপে পড়ে যায় বাংলা শিবির। শেষ পর্যন্ত নরহরির গোল বাংলা শিবিরে স্বস্তি এনে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement