FIFA World Cup 2022

কাতারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ, ফুটবল বিশ্বকাপে জার্সিই বদলে ফেলল একটি দেশ

কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার পর থেকেই মানবাধিকার লঙ্ঘনের একের পর এক অভিযোগ সামনে এসেছে। কোটি কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম, রাস্তাঘাট, হোটেল তৈরি হলেও, যাঁরা সেগুলি তৈরি করেছেন সেই শ্রমিকদের জীবন কেটেছে অসহ্য দুর্দশার মধ্যে দিয়ে। তার বিরুদ্ধেই প্রতিবাদ জানানো হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩২
Share:

বিশ্বকাপে অভিনব প্রতিবাদ ডেনমার্কের। ফাইল ছবি

কাতার ফুটবল বিশ্বকাপে অভিনব প্রতিবাদ জানাতে চলেছে ডেনমার্ক। তাদের জার্সির নকশা তৈরি করা হয়েছে এমন ভাবে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। যে সংস্থা জার্সি তৈরি করেছে তারা নিজেদের লোগো এমন ভাবে জার্সিতে দিয়েছে, যা প্রায় বোঝাই যাচ্ছে না। এর মাধ্যমেই মানবাধিকারের সপক্ষে মুখ খুলেছে তারা।

Advertisement

কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার পর থেকেই মানবাধিকার লঙ্ঘনের একের পর এক অভিযোগ সামনে এসেছে। কোটি কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম, রাস্তাঘাট, হোটেল তৈরি হলেও, যাঁরা সেগুলি তৈরি করেছেন সেই শ্রমিকদের জীবন কেটেছে অসহ্য দুর্দশার মধ্যে দিয়ে। তাদের দেশে ফেরার অধিকার ছিল না। কেড়ে নেওয়া হয়েছিল পাসপোর্ট। থাকতে হত অন্ধকার, দুর্গন্ধে ভরা ঘরের মধ্যে গাদাগাদি করে। অনেকেই সেই পরিস্থিতিতে থাকতে না পেরে মারা গিয়েছেন। তবে তা প্রকাশ্যে আসেনি।

ডেনমার্কের জার্সি প্রস্তুতকারী সংস্থার তরফে বলা হয়েছে, “যে প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন, তাঁদের জন্যে আমরা নিজেদের অস্তিত্ব জাহির করতে চাই না। কাতারকে বিশ্বকাপের আয়োজক হিসাবে সমর্থন করছি না।”

Advertisement

ডেনমার্কের জার্সিতে ১৯৯২ সালের ইউরো জয়ী দলের ছাপ থাকছে। পাশাপাশি সে দেশের বিভিন্ন ঐতিহ্যকেও তুলে ধরা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন