German Football

ফুটবলের সার্বিক উন্নতির স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবে জার্মানির ফুটবল সংস্থা

প্রযুক্তির ব্যবহারে ফুটবলকে নতুন মাত্রায় পৌছে দিয়ে চায় জার্মানির ফুটবল সংস্থা। দর্শকদেরও নতুন অভিজ্ঞতার স্বাদ দিতে চায় তারা। সেই লক্ষ্যে টিসিজি ডিজিটালের সঙ্গে গাঁটছড়া বাঁধল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬
Share:

(বাঁ দিক থেকে) কৌশিক মৌলিক, কে ডামহোল্জ, দেবদাস সেন এবং কেয়া চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রযুক্তি ব্যবহার করে ফুটবলে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে জার্মানি। খেলার উন্নতির পাশাপাশি ফুটবলকে দর্শকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে জার্মান ফুটবল সংস্থা গাঁটছড়া বাঁধল টিসিজি ডিজিটালের সঙ্গে। ফ্র্যাঙ্কফুর্টে জার্মান ফুটবল সংস্থা সদর দফতরে সম্প্রতি চুক্তি সই হয়েছে।

Advertisement

ফুটবল বিশ্বের অন্যতম সেরা শক্তি জার্মানি। আধুনিক ফুটবলে নতুন বিপ্লবের আশায় জার্মান ফুটবল সংস্থা এ বার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্য নিতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্যের ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা সংস্থা টিসিজি ডিজিটাল। নতুন প্রচেষ্টা ফুটবলের সঙ্গে যুক্ত সব পক্ষের জন্যই সহায়ক হবে বলে আশা।

জার্মান ফুটবল সংস্থার অন্যতম কর্তা কে ডামহোল্জ বলেছেন, ‘‘ফুটবলে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা আমাদের দায়িত্ব এবং লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার খেলার মান বৃদ্ধির সহায়ক হবে। টিসিজি ডিজিটালের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত তথ্য বিশ্বে সমাদৃত। তাই আমরা এই সংস্থাকে বেছে নিয়েছি। লক্ষ্য থাকবে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে ফুটবলের উন্নতি। আশা করি, আমরা এক সঙ্গে কাজ করতে পারব।’’

Advertisement

আশাবাদী টিসিজি ডিজিটালের কর্তা দেবদাস সেনও। তিনি বলেছেন, ‘‘আমরা বিশ্বাস করি ডেটা ইন্টেলিজেন্স এবং আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। ফুটবল সেরা মাধ্যম। জার্মান ফুটবল সংস্থার সঙ্গে মিলে শ্রেষ্ঠত্বের উদাহরণ তৈরি করতে পারব আমরা।’’

ফ্রাঙ্কফুর্টের অনুষ্ঠানে ডামহোল্জএবং দেবদাস ছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল সেন্টারের প্রতিষ্ঠাতা কৌশিক মৌলিক এবং টিসিজি ডিজিটালের গ্লোবাল মার্কেটিং হেড কেয়া চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement