ISL

ফেডারেশনের সভায় গেলই না দুই প্রধান

আইএসএলের জন্য কোনও সংস্থা দরপত্র জমা না দেওয়ায় প্রাক্তন বিচারপতি এল. নাগেশ্বর রাও রিপোর্ট জমা দিয়েছেন। তা নিয়েই বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা দেশের সর্বোচ্চ আদালতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৫:৪৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আইএসএল ভবিষ্যৎ সেই আঁধারেই। মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে আইএসএলের ক্লাবগুলির চিফ এগজিকিউটিভ অফিসারদের (সিইও) দ্বিতীয় দফার বৈঠকেও মিলল না সমাধানসূত্র। এ দিনের বৈঠকেও যোগ দেননি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিনিধি। ছিলেন না ওড়িশা এফসি-র কর্তাও। এই পরিস্থিতিতে ফেডারেশন তাকিয়ে এখন সুপ্রিম কোর্টের দিকে।

আইএসএলের জন্য কোনও সংস্থা দরপত্র জমা না দেওয়ায় প্রাক্তন বিচারপতি এল. নাগেশ্বর রাও রিপোর্ট জমা দিয়েছেন। তা নিয়েই বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা দেশের সর্বোচ্চ আদালতে। গত ১২ নভেম্বর দু’দফায় আইএসএলের অধিনায়ক এবং সিইও-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন ফেডারেশন কর্তারা। সে দিনও ছিলেন না কলকাতার দুই প্রধানের কর্তারা।

মঙ্গলবার নয়াদিল্লির ফুটবল হাউজ়ের বৈঠকেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কলকাতার দুই প্রধানের কর্তারাই বুঝিয়ে দিলেন, ফেডারেশনের প্রতি তাঁদের কোনও আস্থা নেই। তাঁরা নিজেরাই লিগের আয়োজন করতে চান। ফেডারেশন কর্তারা আইএসএলের সিইও-দের জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়েরঅপেক্ষায় রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন