EPL

রুদ্ধশ্বাস জয় লিভারপুলের, ৩-৩ ড্র ম্যান সিটির

অ্যানফিল্ডে ফুলহ্যামের বার্নড লেনো আত্মঘাতী গোল করায় ১-০ এগিয়ে যায় লিভারপুল। ফুলহ্যামের হ্যারি উইলসন ২৪ মিনিটে ১-১ করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ০৯:১৮
Share:

নায়ক: শেষ লগ্নে জয়ের গোল করে লিভারপুলের অ্যালেক্স-আর্নল্ড। ছবি: রয়টার্স।

ইপিএলে রবিবার রুদ্ধশ্বাস লড়াই জিতল লিভারপুল। ফুলহ্যামকে হারাল ৪-৩ গোলে। হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেছে চেলসিও। ৩-২ হারিয়েছে ব্রাইটনকে। তাও স্ট্যামফোর্ড ব্রিজে ৪৫ মিনিটে কোনোর গ্যালাঘার লাল কার্ড দেখলেও। একইসঙ্গে ছয় গোলের ম্যাচে টটনেহ্যামের কাছে আটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি।

Advertisement

ছ’মিনিটে সন ইউং-মিনের গোলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল। কোরীয় তারকাই তিন মিনিটের মধ্যে ১-১ করেন। ৩১ মিনিটে ফিল ফডেন ফের এগিয়ে দেন সিটিকে। সে গোলও শোধ করে দেন জিয়োভানি লো সেলসো, ৬৯ মিনিটে। তা হলেও ৮১ মিনিটে জ্যাক গ্রিলিশ গোল করায় মনে হয়েছিল, তিন পয়েন্টই পাচ্ছে সিটি। কিন্তু এই মনে হওয়াকে ভুল প্রমাণ করেন দেজ়ান কুলুসেভস্কি। খেলার ঠিক ৯০ মিনিটের মাথায় গোল করে। রবিবার চূড়ান্ত ব্যর্থ আর্লিং হালান্ড। পাঁচ বার বিপক্ষ গোল লক্ষ্য করে শট নিয়ে একবারও লক্ষ্যভেদ করতে পারেননি।

অ্যানফিল্ডে ফুলহ্যামের বার্নড লেনো আত্মঘাতী গোল করায় ১-০ এগিয়ে যায় লিভারপুল। ফুলহ্যামের হ্যারি উইলসন ২৪ মিনিটে ১-১ করেন। লিভারপুল আবার এগিয়ে যায় ৩৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে। সে গোলও প্রথমার্ধের সংযুক্ত সময়ে শোধ করেন কেনে টেটে। ৮০ মিনিটে ফুলহ্যামকে এগিয়েও দেন ববি ডি করডোভা। তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার অবস্থা থেকে ৮৭ মিনিটে ৩-৩ করেন ওয়াটারু এনডো। এবং এক মিনিট পরেই জয়ের গোল পেয়ে যান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। আর চেলসির হয়ে জোড়া গোল করেন এন‌ো ফার্নান্ডেজ ১৭ ও ৬৫ মিনিটে। তাঁর দ্বিতীয় গোল পেনাল্টিতে। মাঝখানে ৪৩ মিনিটে ১-২ করেন ব্রাইটনের ফাকিন্ডো বুয়ানানোতে। আর ২-৩ করেন সংযুক্ত সময়ে জোয়াও পেদ্রো।

Advertisement

পাশাপাশি শনিবার হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেড তাদের ঘরের মাঠে ১-০ হারিয়ে দিল এরিক টেন হ্যাগের দলকে। ফলে সপ্তম স্থানে নেমে গেলেন ব্রুনো ফের্নান্দেসরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন