মায়ামির বাড়ির আদলে শহরে মেসির বাড়ি। ছবি: পিটিআই।
লিয়োনেল মেসি আসছেন কলকাতায়। শুক্রবার ভোররাতে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। স্বাগত জানাতে আগে থেকেই তৈরি সমর্থকেরা। সল্টলেক স্টেডিয়ামের অদূরে তৈরি হয়েছে ‘হোলা মেসি ফ্যান জ়োন’। আর্জেন্টিনার রাজপুত্রকে বরণ করে নিতে তৈরি শহরের সমর্থকেরা।
সল্টলেক স্টেডিয়ামের অদূরে, একটি হাউজ়িং কমপ্লেক্সে তৈরি করা হয়েছে হোলা মেসি ফ্যান জ়োন। সেখানে শুরুতেই মায়ামির বাড়ির আদলে মেসির বাড়ির প্রতিকৃতি তৈরি করা হয়েছে। তার বারান্দায় বসে রয়েছেন মেসি, তাঁর স্ত্রী আন্তোনেয়া রোকুজ়ো এবং তিন ছেলে মাতেয়ো, থিয়াগো এবং সিরো।
ভেতরে রয়েছে সংগ্রহশালা। সেখানে মেসির জেতা বিভিন্ন ট্রফির প্রতিকৃতি রয়েছে। তার মধ্যে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, বিশ্বকাপ, বালঁ দ্যর এবং সোনার বুট রয়েছে। মাঝের জায়গাটি সাজানো হয়েছে ৮৯৬টি ফুটবল দিয়ে। ফুটবলজীবনে এখনও পর্যন্ত এতগুলিই গোল করেছেন মেসি। দেওয়ালে থাকছে ২০০ মিটার লম্বা এলইডি স্ক্রিন, যেখানে মেসির ফুটবল খেলার বিভিন্ন দৃশ্য দেখানো হবে। গত ৯ ডিসেম্বর এই ফ্যান জ়োন খুলে দেওয়া হয়েছে। ১০ টাকা প্রবেশমূল্যের বিনিময়ে সারা দিন থাকা যাচ্ছে এই ফ্যান জ়োনে। প্রতি দিনই বিতর্কসভা এবং নানা অনুষ্ঠান হচ্ছে।
এই ভাবনার দুই উদ্যোক্তা উত্তম সাহা এবং তাঁর ছেলে প্রজ্ঞান। সংবাদ সংস্থাকে প্রজ্ঞান বলেছেন, “আমরা ওঁকে প্রচণ্ড ভালবাসি। মেসি কিংবদন্তি, সর্বকালের সেরা। ২০০২ থেকে ওকে সমর্থন করছি। উনি যা অর্জন করেছেন মাঠ এবং মাঠের বাইরে, সেটাকে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছে আমাদের সংগঠন। দ্বিতীয় বার আমাদের শহরে আসছেন উনি। তাই দু’হাতে ওঁকে স্বাগত জানানো আমাদের দায়িত্ব।”