East Bengal

তিন বিদেশিকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল, আইএসএলে খারাপ পারফরম্যান্সের জেরে বড় পদক্ষেপ লাল-হলুদের

আগামী মরসুমের আগে দল সাজানো শুরু করেছে ইস্টবেঙ্গল। গত মরসুমে লাল-হলুদে খেলা তিন বিদেশিকে ছেঁটে ফেলল তারা। ফলে এখন দলে থাকলেন মাত্র তিন বিদেশি ফুটবলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ২১:১৩
Share:

দল গোছাতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো। —ফাইল চিত্র।

আরও এক বার দলের বিদেশি ব্রিগেড বদলে ফেলতে চলেছে ইস্টবেঙ্গল। আগামী মরসুমের আগে দল সাজানো শুরু করেছে তারা। গত মরসুমে লাল-হলুদে খেলা তিন বিদেশিকে ছেঁটে ফেলল তারা। ফলে এখন দলে থাকলেন মাত্র তিন বিদেশি ফুটবলার।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ইস্টবেঙ্গল। ছেঁটে ফেলা তিন বিদেশি হলেন হেক্টর ইয়ুস্তে, রিচার্ড সেলিস ও রাফায়েল মেসি বৌলি। ইস্টবেঙ্গলের হয়ে তাঁদের পারফরম্যান্সের জন্য তাঁদের ধন্যবাদ দিয়েছে ক্লাব। পাশাপাশি তিন ফুটবলারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছে লাল-হলুদ।

হেক্টরকে গত মরসুমের আগে মোহনবাগান থেকে ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোটা মরসুম জুড়ে হেক্টর হতাশ করেছেন। মাদিহ তালাল, হিজাজি মাহেরের মতো ফুটবলার চোট পাওয়ায় সেলিস ও মেসি বৌলিকে মরসুমের মাঝে সই করায় ক্লাব। সেলিস ব্যর্থ। তবে মেসি যতটুকু খেলেছেন চেষ্টা করেছেন। গত বারও প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। খারাপ পারফরম্যান্সের দায় বিদেশিদের উপর পড়েছে। তাই তিন জনকে ছেঁটে ফেলা হয়েছে। এর আগে আর এক বিদেশি ক্লেটন সিলভাকেও ছেঁটে ফেলেছে ইস্টবেঙ্গল।

Advertisement

আগামী মরসুমের আগে ইস্টবেঙ্গল দলে রয়েছেন তিন বিদেশি। তালালের সঙ্গে বড় চুক্তি রয়েছে লাল-হলুদের। তিনি চোট সারিয়ে ফিরবেন। দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপোকে ধরে রেখেছে দল। তাঁদের পাশাপাশি অন্তত আরও তিন বিদেশিকে নিতে হবে আগামী মরসুমের আগে।

গত বার মরসুমের শুরুটা করেছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। কিন্তু পর পর পাঁচ ম্যাচ হারায় তাঁকে সরিয়ে দেয় ক্লাব। কোচ করে আনা হয় অস্কার ব্রুজ়োকে। তিনি দলকে আইএসএলে ফেরালেও শেষ পর্যন্ত প্লে-অফে তুলতে পারেননি। কিন্তু তাঁর উপর ভরসা রেখেছে ক্লাব। আগামী মরসুমে তিনিই কোচ থাকছেন। তবে তাঁর আনা সেলিস, মেসিকে রাখল না লাল-হলুদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement