Ritwik Das: দলে বাংলার ঋত্বিক, দোহা পৌঁছে গেলেন সুনীলরা

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে চূড়ান্ত পর্যায়ে আগামী ৮ জুন যুবভারতীতে ভারতের প্রথম ম্যাচ কাম্বোডিয়ার বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২২ ০৭:১১
Share:

ফাইল চিত্র।

স্বপ্নপূরণ ঋত্বিক দাসের। ২৫ সদস্যের ভারতীয় দলে জায়গা পেলেন বঙ্গ তারকা। দীর্ঘ দিন পরে জাতীয় দলে ফিরলেন হরমনজ্যোত সিংহ খাবরা। ডাক পেয়েছেন গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমণিও। বাদ পড়েছেন প্রণয় হালদার। জর্ডনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে মঙ্গলবার ভোরে দোহা উড়ে গেলেন সুনীল ছেত্রীরা।

Advertisement

অষ্টম আইএসএলে জামশেদপুর এফসির হয়ে অসাধারণ খেলে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য ৪১ জনের প্রাথমিক দলে জায়গা পাওয়ার পরে ঋত্বিক জানিয়েছিলেন, তাঁর প্রধান লক্ষ্য প্রথম একাদশে খেলা। অবশেষে অপেক্ষার অবসান। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে চূড়ান্ত পর্যায়ে আগামী ৮ জুন যুবভারতীতে ভারতের প্রথম ম্যাচ কাম্বোডিয়ার বিরুদ্ধে। সুনীলরা দ্বিতীয় ম্যাচ খেলবেন আফগানিস্তানের সঙ্গে ১১ জুন। হংকংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ ১৪ জুন। মূল পর্বে যোগ্যতা অর্জন করতে মরিয়া কোচ ইগর স্তিমাচ এপ্রিল মাস থেকেই প্রস্তুতি শুরু করে দেন। কর্নাটকের বেল্লারিতে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরে জোর দিয়েছিলেন।

ঘোষিত ভারতীয় দল:

Advertisement

গোলকিপার: গুরপ্রীত সিংহ সাঁধু, লক্ষ্মীকান্ত কাট্টিমণি, অমরিন্দর সিংহ।

ডিফেন্ডার: রাহুল ভেকে, আকাশ মিশ্র, হরমনজ্যোত সিংহ খাবরা, রোশন সিংহ, আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘন, শুভাশিস বসু, প্রীতম কোটাল।

মিডফিল্ডার: জিকসন সিংহ, অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স, ব্রেন্ডন ফার্নান্দেস, ঋত্বিক দাস, উদান্ত সিংহ, ইয়াসির মহম্মদ, সাহাল আব্দুল সামাদ, সুরেশ ওয়াংজাম, আশিক কুরুনিয়ন, লিস্টন কোলাসো।

ফরোয়ার্ড: ঈশান পণ্ডিতা, মনবীর সিংহ, সুনীল ছেত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন