Atletico de Madrid

কোচ সিমিয়োনের পুত্রের জোড়া গোল, ৫-০ জিতে কোপা দেল রে-র সেমিতে আতলেতিকো

কোপা দেল রে-র সেমিফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে গেটাফেকে ৫-০ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন কোচ দিয়েগো সিমিয়োনের পুত্র গুলিয়ানো সিমিয়োনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩১
Share:

গোলের পর উল্লাস গুলিয়ানো সিমিয়োনের। ছবি: রয়টার্স।

প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে কোপা দেল রে-র সেমিফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে গেটাফেকে ৫-০ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন কোচ দিয়েগো সিমিয়োনের পুত্র গুলিয়ানো সিমিয়োনে।

Advertisement

২০১৩ সালে শেষ বার কোপা দেল রে জিতেছিল আতলেতিকো। ১২ বছর পরে আবার এই ট্রফি জিততে মরিয়া তারা। কোয়ার্টার ফাইনালের শুরুতেই ৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন গুলিয়ানো। জাভি গালানের ক্রস থেকে গোল করেন তিনি। ১৭ মিনিটের মাথায় আর্জেন্টিনার রদ্রিগো দি পলের ক্রস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন গুলিয়ানো।

আতলেতিকোর হয়ে তৃতীয় গোল করার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার আর এক ফুটবলার ইউলিয়ান আলভেরেস। আঁতোয়া গ্রিজ়ম্যানের ক্রস থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তাতে অবশ্য সমস্যা হয়নি। প্রথমার্ধের বিরতির আগে স্যামুয়েল লিনো দলের তৃতীয় গোস করেন। প্রথমার্ধেই খেলার ভাগ্য স্পষ্ট করে দেয় আতলেতিকো।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি বল জালে জড়িয়েছিলেন গুলিয়ানো। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়। নইলে হ্যাটট্রিক হত তাঁর। ৭৮ মিনিটের মাথায় দলের চতুর্থ গোল করেন পরিবর্ত হিসাবে নামা আঙ্খেল কোরেয়া। আর এক পরিবর্ত আলেকজ়ান্ডার সোরলথ দলের পঞ্চম গোল করেন। গোটা ম্যাচে সে রকম সুযোগ তৈরিই করতে পারেনি গেটাফে।

কোপা দেল রে-র আরও তিনটি কোয়ার্টার ফাইনাল বাকি। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে নামবে লেগানেস। রিয়াল সোসিয়াদাদের ম্যাচ রয়েছে ওসাসুনার বিরুদ্ধে। রেকর্ড ৩১ বার এই ট্রফি জেতা বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement