East Bengal

ডার্বির আগে অনুশীলন করলেন না, ‘৩০ শতাংশ ফিট’ আনোয়ারকে শনিবার খেলাতে মরিয়া ইস্টবেঙ্গল

ডার্বির আগে চোটে রয়েছেন আনোয়ার আলি। বৃহস্পতিবার অনুশীলন করেননি তিনি। ডার্বিতে কি খেলতে পারবেন লাল-হলুদ ডিফেন্ডার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ২০:০৪
Share:

আনোয়ার আলি। —ফাইল চিত্র।

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের শেষ দিকে চোট পেয়েছিলেন। খেলা শেষে হুইলচেয়ারে মাঠ ছাড়েন। বৃহস্পতিবার অনুশীলনের সময়ও দেখা গেল, ভালই চোট রয়েছে আনোয়ার আলির। ঠিকমতো হাঁটতেও পারছেন না। ডার্বিতে কি খেলতে পারবেন লাল-হলুদ ডিফেন্ডার? জবাব দিলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো।

Advertisement

আইএসএলের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে বৃহস্পতিবার যুবভারতীতে শেষ অনুশীলন ছিল ইস্টবেঙ্গলের। শনিবার গুয়াহাটিতে ম্যাচ। অনুশীলনের সময় দেখা গেল কোনও রকমে হাঁটছেন আনোয়ার। মাঠে গেলেও অনুশীলন করলেন না তিনি। কিছু ক্ষণ পরেই মাঠ ছাড়লেন। তাঁর পা এখনও ফুলে রয়েছে। দলের আর এক গুরুত্বপূর্ণ ফুটবলার শৌভিক চক্রবর্তীও পুরো অনুশীলন করেননি। যদিও অনুশীলন শেষে শৌভিক জানিয়েছেন, ডার্বিতে নামতে তৈরি তিনি।

কলকাতা ছাড়ার আগে ইস্টবেঙ্গল কোচ ব্রুজ়ো মুখ খুললেন আনোয়ারের চোট নিয়ে। তিনি বলেন, “ডার্বিতে নামার আগে এখনও অনেকটা সময় বাকি। আগের ম্যাচেই আনোয়ার চোট পেয়েছে। ওকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছি।” ব্রুজ়ো জানিয়েছেন, এখন আনোয়ারের খেলার সম্ভাবনা ৩০ শতাংশ। তবে ২০ জনের দলে থাকবেন তিনি। ম্যাচের আগে আনোয়ারকে নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

Advertisement

ডার্বির আগে চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাউল ক্রেসপো। কিন্তু তাঁকেও হয়তো ডার্বিতে পাওয়া যাবে না। কারণ, ম্যাচ পুরো ফিট নন তিনি। ব্রুজ়ো বলেন, “ক্রেসপো অনুশীলন করলেও খেলার জায়গায় নেই। তবে শৌভিক অনেকটাই ফিট। ও অনুশীলনও করেছে।”

শেষ মুহূর্তে ডার্বির মাঠ বদলে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। কিন্তু সে সব ভাবতে নারাজ ব্রুজ়ো। ইস্টবেঙ্গল কোচ শুধু প্রস্তুতির দিকে নজর রাখতে চান। সমস্যা নিয়ে গলা ফাটাতে চাইছেন না তিনি। ব্রুজ়ো বলেন, “আমাদের ফোকাস প্রস্তুতিতে। মাঠ চূড়ান্ত না হওয়ায় অনুশীলনের পরিকল্পনায় কিছু বদল করতে হয়েছে। তাতে অবশ্য সমস্যা নেই। আমরা সকলেই পেশাদার। ডার্বির জন্য আমরা মানসিক ভাবে তৈরি।”

পয়েন্ট তালিকায় প্রতিপক্ষ মোহনবাগান শীর্ষে রয়েছে। তাঁরা ১১ নম্বরে। তবে কি নামার আগে বেশি চাপে রয়েছেন তাঁরা। নাকি নিজেদের আন্ডারডগ ভাবছেন। ডার্বিতে কোনও দল আন্ডারডগ হয় না বলেই মনে করেন ব্রুজ়ো। লাল-হলুদ কোচ বলেন, “এই ধরনের ম্যাচে কি কেউ আন্ডারডগ হয়? আমার মনে হয় ম্যাচ ৫০-৫০ রয়েছে। ওরা বেশি জিতেছে। তবে আমরাও ভাল খেলেছি। আমাদের প্রথম কাজ ওদের আটকানো। সেই পরিকল্পনা করেছি। আশা করছি ভাল খেলব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement