FIFA Club World Cup

ক্লাব বিশ্বকাপে পিছিয়ে পড়েও জয় ইন্টার মিলানের, লড়াই করে জিততে হল বরুসিয়া ডর্টমুন্ডকেও

শুধু ব্রাজিলের ক্লাবগুলিই নয়। ক্লাব বিশ্বকাপে ইউরোপের প্রথম সারির ক্লাবগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে এশিয়া, আফ্রিকার ক্লাবগুলিও। লড়াই করে জিততে হল ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ডকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১১:০১
Share:

গোলের উচ্ছ্বাস লাউতারো মার্তিনেসের। ছবি: এক্স (টুইটার)।

ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে জয় পেল ইন্টার মিলান। জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ ব্যবধানে হারাল জ়োনিয়ালেরা। অন্য দিকে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতল বরুসিয়া ডর্টমুন্ড। দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউন্স এফসিকে তারা হারাল ৪-৩ গোলে।

Advertisement

উরাওয়ার বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি ইন্টারের। ১১ মিনিটের মাথায় রিয়োমা ওয়াটানাবের গোলে এগিয়ে যায় জাপানে ক্লাবটি। প্রথমার্ধের খেলা শেষ ১-০ অবস্থাতেই। জাপানের ক্লাবটি ৭৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল। তাদের রক্ষণ ভাঙতে পারছিলেন না ইন্টারের ফুটবলারেরা। ৭৮ মিনিটে ইন্টারের পক্ষে সমতা ফেরান লাউতারো মার্তিনেস। গোল খাওয়ার পরও হাল ছাড়েনি উরাওয়া। শেষ পর্যন্ত লড়াই করেছে। দর্শকেরা যখন ধরে নিয়েছেন ম্যাচ ড্র হবে, সে সময় স্বস্তি ফেরে ইন্টার শিবিরে। সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) ইন্টারের পক্ষে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ভ্যালেন্টিন কার্বোনি।

রিয়ামোর বিরুদ্ধে চাপে পড়ে গিয়েছিল ডর্টমুন্ডও। ম্যাচের ১১ মিনিটে পিছিয়ে পড়ে জার্মানেরাও। গোল করেন রিয়ামোর লুকাস রিবেইরো কোস্তা। মিনিট পাঁচেকের মধ্যেই অবশ্য সমতায় ফেরে ডর্টমুন্ড। ১৬ মিনিটে গোল করেন ফেলিক্স মেচা। সমতা ফেরার সঙ্গে খেলায় দাপটও ফেরে ডর্টমুন্ডের। ৩৪ মিনিটে গুইরেসি এবং ৪৫ মিনিটে বেলিংহ্যাম গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেয় ডর্টমুন্ডকে। রিয়ামোরকে আরও চাপে ফেলে দেয় ৫৯ মিনিটে খুলিসো মুডাউয়ের আত্মঘাতী গোল। তবু সমানে সমানে লড়াইয়ের চেষ্টা করেছে তারা। ৬২ মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধান কমান ইকরাম রেনার্স। ৯০ মিনিটে দক্ষিণ আফ্রিকার ক্লাবটির পক্ষে তৃতীয় গোল করেন লেবো মোথিবা। এক পয়েন্টের লক্ষ্যে সংযুক্ত সময় আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি করে রিয়ামোর ফুটবলারেরা। কিন্তু ডর্টমুন্ডের রক্ষণ আর ভাঙতে পারেননি তাঁরা।

Advertisement

ক্লাব বিশ্বকাপের অন্য ম্যাচে আর্জেন্টিনার রিভার প্লেট ১০ জনে খেলে গোল শূন্য ড্র করেছে মেক্সিকোর মন্তেরি এফসির সঙ্গে। ব্রাজিলের ফ্লুমিনেন্স এফসি ৪-২ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার উলসান এইচডি এফসিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement