উল্লাস: জোড়া গোলের পরে উৎসব ফাজ়িলার। ছবি: ইস্টবেঙ্গল।
আইডব্লিউএল
কিকস্টার্ট ০ ইস্টবেঙ্গল ৫
অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গলের মহিলা দল। মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে আইডব্লিউএলে মশালবাহিনীর ঝড়ে এ বার চূর্ণ কিকস্টার্স এফসি। জোড়া গোল করে ৫-০ জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ফাজ়িলা ইকুয়াপুট।
আগের ম্যাচে নীতা ফুটবল অ্যাকাডেমিকেও ৫-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখলেন কল্যাণী স্টেডিয়ামের দর্শকেরা। ম্যাচের শুরু থেকেই মশালবাহিনীর আক্রমণের ঝড়ে ভেঙে পড়ে কিকস্টার্টের যাবতীয় প্রতিরোধ। ১৫ মিনিটের মধ্যেই ফাজ়িলা এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। বিপক্ষের রক্ষণ ভেঙে উঠে পাস দেন সুলঞ্জনা রাউল। ঠান্ডা মাথায় ১-০ করেন ফাজ়িলা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+২ মিনিট) সিল্কি দেবী ও ফাজ়িলা নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে উঠে পাস দেন। ২-০ করেনরেস্টি নানজ়িরি।
২-০ এগিয়ে থাকা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ৬০ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া ফাজ়িলার জোরালো শট বারে ধাক্কা খায়। ফিরতি বলে হেডে গোল করেন সুলঞ্জনা। তিন মিনিটের মধ্যেই সিল্কি দেবীর ক্রস থেকে ব্যবধান বাড়ান অষ্টম ওরাঁও। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গলকে ৫-০ এগিয়ে দেন ফাজ়িলা। কিন্তু সাত মিনিটের মধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়ে লাল-হলুদ শিবিরে। বিপক্ষের এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলান্সে করে হাতপাতালে নিয়ে যাওয়া হয় ফাজ়িলাকে। মস্তিষ্কে স্ক্যানও করা হয় তাঁর। রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও আজ, বুধবার ফের ফাজ়িলার স্ক্যান হবে। টানা পাঁচ ম্যাচে জয়ের পরে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই থাকল ইস্টবেঙ্গল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে