Lionel Messi

জোড়া মাইলফলক স্পর্শের সুযোগ, বৃহস্পতিবার কী কী নজিরের সামনে মেসি?

বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। তা-ও দেশের মাটিতে। মেসির নেতৃত্বে বৃহস্পতিবার পানামার বিরুদ্ধে খেলবেন বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ তুঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৮:৪৬
Share:

ফুটবলজীবনে আরও দু’টি মাইলফলকের সামনে মেসি। —ফাইল ছবি।

জোড়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিয়োনেল মেসি। বৃহস্পতিবার পানামার বিরুদ্ধেই স্পর্শ করতে পারেন নতুন মাইলফলক। তাঁর নজির গড়ার দিকে তাকিয়ে রয়েছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।

Advertisement

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

প্রথম ম্যাচ ২৩ মার্চ পানামার বিরুদ্ধে। তার পাঁচ দিন পর ২৭ মার্চ আর্জেন্টিনার দ্বিতীয় খেলা কুরাকাওয়ের সঙ্গে। এই দু’ম্যাচে এক জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর একটি গোল করলেই ফুটবলজীবনে ৮০০তম গোল করবেন মেসি। এখন তাঁর গোলের সংখ্যা ৭৯৯। পানামার বিরুদ্ধেই ৮০০ গোল করার নজির গড়তে পারেন মেসি। এ ছাড়া আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দেশের হয়ে ১০০তম গোল করার সুযোগ রয়েছে তাঁর সামনে। এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৯৮টি গোল করেছেন মেসি। সামনের দু’টি ম্যাচে দেশের হয়ে ১০০ গোল করার নজির গড়তে পারেন তিনি।

Advertisement

বিশ্বকাপের পর বৃহস্পতিবার প্রথম দেশের হয়ে মাঠে নামবেন মেসি। সেই ম্যাচেই নজির গড়ার সুযোগ তাঁর সামনে। স্বভাবতই ফুটবলপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। অনলাইনে পানামার বিরুদ্ধে ম্যাচ দেখার টিকিটের জন্য আবেদন করেছিলেন সাড়ে ১৫ লক্ষের বেশি ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমের উৎসাহও কম নয়। এই ম্যাচে প্রবেশাধিকার চেয়ে আবেদন করেছিলেন ১ লক্ষ ৩১ হাজারের বেশি সাংবাদিকও। এর থেকেই বোঝা যাচ্ছে বিশ্বকাপ জয়ের পর দেশের মাঠে মেসিদের প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন