Inter Miami

মেসির ক্লাবের হয়ে ইতিহাস সুয়ারেসের, লিয়োর অভাব ঢেকে মায়ামিকে জেতালেন উরুগুয়ের ফুটবলার

ইন্টার মায়ামির ফুটবল ইতিহাসে নতুন নজির তৈরি করলেন লুই সুয়ারেস। ক্লাবের ইতিহাসে দ্রুততম গোল করলেন তিনি। রবিবার সিনসিনাটির বিরুদ্ধে জয়ে জোড়া গোল করে দলকে জেতালেন সুয়ারেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ১৮:৩৭
Share:

সতীর্থের সঙ্গে উল্লাস সুয়ারেসের (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ইন্টার মায়ামির ফুটবল ইতিহাসে নতুন নজির তৈরি করলেন লুই সুয়ারেস। ক্লাবের ইতিহাসে দ্রুততম গোল করলেন তিনি। রবিবার সিনসিনাটির বিরুদ্ধে জয়ে জোড়া গোল করে দলকে জেতালেন সুয়ারেস।

Advertisement

মেজর লিগ সকারে লিগের দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির বিরুদ্ধে খেলতে নেমেছিল মায়ামি। চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারেননি লিয়োনেল মেসি। কিন্তু সুয়ারেস এবং বাকি ফুটবলারেরা তাঁর অভাব বুঝতেই দেননি।

ম্যাচের ২৪ সেকেন্ডে গোল করেন সুয়ারেস। কিক-অফের পরেই তিনি দৌড়ে পৌঁছে গিয়েছিলেন বিপক্ষের বক্সে। মার্সেলো উইগান্টের ভাসিয়ে দেওয়া ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণ করে চলতি বলেই শট মেরে গোল করেন তিনি। ছয় মিনিটে দ্বিতীয় গোল করেন। সেই দু’টি গোলেই জিতেছে মায়ামি।

Advertisement

জুলাই মাসে সিনসিনাটির মাঠে লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল মায়ামিকে। সেই ম্যাচটি ১-৬ গোলে হেরেছিল তারা। প্রথম দলের ছ’জন ফুটবলারকে ছাড়াই খেলতে হয়েছিল মায়ামিকে। সেই ম্যাচটি খেলতে পারেননি সুয়ারেসও। রবিবার রাতে তিনি শোধ তুলেছেন জোড়া গোল করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement