Cristiano Ronaldo

Cristiano Ronaldo: শারীরিক নির্যাতনের অভিযোগে ‘মানহানি’! প্রায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি রোনাল্ডোর

অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর এ বার ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো। আইনজীবীর চিঠি পাঠানো হয়েছে অভিযুক্তের আইনজীবীকে।

Advertisement

সংবাদ সংস্থা

লাস ভেগাস শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১৬:১০
Share:

ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো। —ফাইল চিত্র

প্রায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আইনজীবীকে নির্দেশ দিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা। রোনাল্ডোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক মহিলা। সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তারকা ফুটবলার। এ বার সেই মহিলার আইনজীবীর কাছে ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো।

Advertisement

রোনাল্ডোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন ইতিমধ্যেই সেই মহিলার আইনজীবী লেজলি মার্ক স্টোভালকে আদালতের চিঠি পাঠিয়েছেন। স্টোভাল এখনও পর্যন্ত কোনও উত্তর দেননি। ৮ জুলাইয়ের মধ্যে তাঁকে উত্তর দিতে হবে।

এক মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে এই মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ২০০৯ সালে আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলের ঘরে রোনাল্ডো তাঁকে শারীরিক নির্যাতন করেছিলেন।

Advertisement

১৩ বছর আগের সেই ‘ঘটনা’ নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দেয় লাস ভেগাসের আদালত। শুধু তাই নয়, ৪২ পাতার রায়ে বিচারপতি জেনিফার ডরসি তীব্র ভর্ৎসনা করেছেন অভিযোগকারী মহিলার আইনজীবীদের। আদালতের বক্তব্য, অভিযোগকারীর আইনজীবীরা ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরি করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন