জানা গেল না মোহনবাগান নির্বাচনের দিন। —ফাইল চিত্র।
সোমবারও জানা গেল না মোহনবাগান নির্বাচনের দিন। তবে নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিভিন্ন প্রক্রিয়ার দিন ঘোষিত হয়ে গিয়েছে।
সোমবার মোহনবাগান নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় জানান, ২৮ মে মনোনয়ন জমা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হবে। ২৯ মে থেকে ৯ জুন পর্যন্ত দুপুর ১টা থেকে ৫টার মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। মাঝে রবিবার ও ইদের দিন এবং ১, ৬, ৭, ৮ জুন মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না। ১০ ও ১১ জুন স্ক্রুটিনি হবে। এর পর ১২ ও ১৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
এ বারের মোহনবাগান নির্বাচনে বর্তমান সচিব দেবাশিস দত্তের সঙ্গে লড়াই প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর। দু’পক্ষই তাদের প্রচার কাজ জোরকদমে চালাচ্ছে। দু’পক্ষই তাদের ইস্তাহার প্রকাশ করেছে।