Mohun Bagan Election

সবুজ-মেরুন ভোটে ‘দুয়ারে মোহনবাগান’ নিয়ে হাজির দেবাশিস! ‘শ্রী’যুক্ত প্রতিশ্রুতিতে মুখ্যমন্ত্রীর নামকরণের ছোঁয়া

মোহনবাগানের ভোটে শাসক গোষ্ঠীর দু’টি প্রতিশ্রুতির নাম ‘গোলশ্রী’ ও ‘দুয়ারে মোহনবাগান’। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নামকরণের ছোঁয়া। বর্তমান সচিব দেবাশিস দত্ত ভরসা রেখেছেন ‘শ্রী’ আর ‘দুয়ার’-এর উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৩:৩৯
Share:

দেবাশিস দত্তের প্রচারপত্র। রয়েছে ‘গোলশ্রী’-র কথা। অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মোহনবাগানের ভোটে শাসক গোষ্ঠীর প্রচারে মুখ্যমন্ত্রীর নামকরণের ছোঁয়া। বর্তমান সচিব দেবাশিস দত্ত ভরসা রেখেছেন ‘শ্রী’ আর ‘দুয়ার’-এর উপর। তাঁদের দু’টি প্রতিশ্রুতির নাম ‘গোলশ্রী’ ও ‘দুয়ারে মোহনবাগান’।

Advertisement

বৃহস্পতিবার দেবাশিস গোষ্ঠীর পক্ষ থেকে ‘আমরা কী করেছি, কী করতে চাই’ নাম দিয়ে যে পুস্তিকা প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, তাঁরা ক্ষমতা ধরে রাখতে পারলে নতুন ফুটবল স্কুল তৈরি করবেন। নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে ১০ থেকে ১২ বছর বয়সিদের নিয়ে এই স্কুল তৈরি করা হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘গোলশ্রী’।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের নাম কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, যোগ্যশ্রী, সবুজশ্রী, কর্মশ্রী, ঐক্যশ্রী। এই প্রকল্পগুলির নাম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। দেবাশিসও তাঁর প্রতিশ্রুতি ‘শ্রী’যুক্ত করেছেন।

Advertisement

দেবাশিসের প্রতিশ্রুতি, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও হাওড়ায় সদস্যদের সুবিধার জন্য মোহনবাগানের দফতর খোলা হবে। এখান থেকেই সদস্যেরা তাঁদের সদস্য-কার্ড নবীকরণ করতে পারবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে মোহনবাগান’। যদিও ‘গোলশ্রী’ নামটি প্রচারপত্রে উল্লেখ করা থাকলেও ‘দুয়ারে মোহনবাগান’ ছাপার অক্ষরে নেই। কিন্তু দেবাশিস বললেন, ‘‘আমরা সদস্যদের ঘরে ঘরে পৌঁছে যেতে চাই। কার্ড নবীকরণের জন্য যাতে হাওড়া, কলকাতার সদস্যদের ক্লাবে আসতে না হয়, তার জন্যই এই প্রচেষ্টা। সদস্যদের দুয়ারে মোহনবাগান।’’

এই ইচ্ছার কথা অবশ্য জানিয়েছেন বিরোধী গোষ্ঠীর সৃঞ্জয় বসুও। দু’পক্ষই উত্তর কলকাতার দফতরের জন্য মোহনবাগানের স্মৃতিবিজড়িত সেনবাড়িকে বেছেছেন। কিন্তু এই বাড়ি ভেঙে আবাসন তৈরি হচ্ছে। ফলে যে গোষ্ঠীই ক্ষমতায় আসুক, আইনি জটিলতায় এখনই এই বাড়িতে মোহনবাগানের দফতর করা সম্ভব হচ্ছে না।

‘গোলশ্রী’ নামকরণ নিয়ে দেবাশিস বলেন, ‘‘এ রাজ্যের সকলেই জানেন, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নামের শেষে ‘শ্রী’ রেখেছেন। আমরাও সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ‘গোলশ্রী’ নাম দিয়েছি।’’

মোহনবাগানের নির্বাচনে রাজনীতির রং লাগলেও মুখ্যমন্ত্রীর কোনও হস্তক্ষেপ নেই বলে অবশ্য দাবি করেছেন দেবাশিস। অনেকেই বলছেন, উপরওয়ালা (বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী) যা চাইবেন, তাই হবে। এই নিয়ে দেবাশিস বলেন, ‘‘কোনও উপরওয়ালা নেই। অনেকে মুখ্যমন্ত্রীর কথা বলছেন। কিন্তু উনি যদি আমাকে না চাইতেন, বলেই দিতেন, তুমি ভোটে দাঁড়িয়ো না। ওঁর সঙ্গে আমার সে রকমই সম্পর্ক। কিন্তু উনি কখনও তা বলেননি। বরং উনি বিভিন্ন অনুষ্ঠানে একাধিক বার আমাদের কাজের প্রশংসা করেছেন।’’

দেবাশিসদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সংগ্রহশালা তৈরি, যেখানে আইএসএল ট্রফির রেপ্লিকা রাখা হবে। মহিলা ফুটবল দল গড়ার কথাও বলা হয়েছে। কলকাতা লিগের খেলা মোহনবাগান মাঠে নৈশালোকে করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দেবাশিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement