Mohun Bagan Super Giant

বড় ধাক্কা খেল মোহনবাগান, হার দিয়ে কলকাতা লিগ শুরু সবুজ-মেরুনের

প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল হজম করে মোহনবাগান। এই গোল আর দ্বিতীয়ার্ধে শোধ করতে পারেনি মোহনবাগান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৭:৫৭
Share:

মোহনবাগান বনাম পুলিশ ম্যাচের একটি মুহূর্ত। —ফাইল চিত্র।

কলকাতা লিগে শুরুতেই বড় ধাক্কা খেল মোহনবাগান। হার দিয়ে অভিযান শুরু করল তারা। সোমবার পুলিশ এসি-র কাছে ১-০ ব্যবধানে হেরে গেল সবুজ-মেরুন।

Advertisement

প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল হজম করে মোহনবাগান। পুলিশের মহম্মদ আমিল নঈম ৪৭ মিনিটে গোল করেন। এই গোল আর দ্বিতীয়ার্ধে শোধ করতে পারেনি মোহনবাগান।

এই ম্যাচ ছিল মোহনবাগানের কাছে বদলার ম্যাচ। কারণ, পুলিশের কাছে গত বছর ২-৩ গোলে হারতে হয়েছিল ডেগি কার্ডোজোর ছেলেদের। কিন্তু প্রতিশোধ নিতে পারল না সবুজ-মেরুন।

Advertisement

সোমবার শুরুটা খারাপ করেনি মোহনবাগান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়ে যায় তারা। কিন্তু সালাউদ্দিনের ক্রস আটকে দেন পুলিশের গোলরক্ষক সুরজ আলি। কিছু ক্ষণের মধ্যে আবার সুযোগ পায় মোহনবাগান। কিন্তু এ বারও সফল হননি সালাউদ্দিন। তাঁর ফ্রিকিক বাঁচিয়ে দেন সুরজ। পুলিশ প্রথম সুযোগ পায় ১৮ মিনিটের মাথায়। কিন্তু তাদের দূরপাল্লার শট গোলে ছিল না।

প্রথমার্ধে মোহনবাগান, বিশেষ করে সালাউদ্দিন আরও সুযোগ পান। কিন্তু কখনও তিনি লক্ষ্যভ্রষ্ট হন, কখনও ঢাল হয়ে দাঁড়ান পুলিশের গোলরক্ষক সুরজ। ৪৭ মিনিটে ফ্রিকিক পায় পুলিশ। সেখান থেকে গোল করেন সাহিল।

দ্বিতীয়ার্ধে বেশি দাপট ছিল পুলিশের। তারা আরও বেশি গোলে জিততে পারত। দর্জি তামাং-ফয়জ়লেরা সুযোগ নষ্ট করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement