Neymar da Silva Santos Júnior

অবসরের কথা ভেবেছিল নেমার, জানালেন বাবা

চোট এবং দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার চাপ থেকেই এমন মরিয়া সিদ্ধান্তের কথা ভেবেছিলেন নেমার। স্যান্টোসের সঙ্গে নেমারের চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্যান্টোসেই থাকছেন নেমার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৮:৩৫
Share:

লক্ষ্য: ব্রাজিলের দলে ফিরতে মরিয়া নেমার। — ফাইল চিত্র।

স্যান্টোস এফসির সঙ্গে চুক্তি নবীকরণ হয়েছে নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্যান্টোসেই থাকবেন ব্রাজিলের তারকা ফুটবলার।

কিন্তু নতুন চুক্তির আগেই নাকি নেমার নিজের বুট জোড়া তুলে রাখার কথা ভেবেছিলেন। জানিয়েছেন, ব্রাজিল তারকার বাবা। কিন্তু প্রিয় ফুটবল থেকে অবসর কেন নিতে চেয়েছিলেন নেমার?

চোট এবং দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার চাপ থেকেই এমন মরিয়া সিদ্ধান্তের কথা ভেবেছিলেন নেমার। স্যান্টোসের সঙ্গে নেমারের চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্যান্টোসেই থাকছেন নেমার।

সেই নেমার এখন মেনিস্কাসের চোটে ভুগছেন। ২২ ডিসেম্বর তাঁর বাঁ-হাঁটুতে অস্ত্রোপচার হয়। ব্রাজিলিয়ান লিগে একসময়ে অবনমনের সম্ভাবনা তৈরি হয়েছিলস্যান্টোসের। কিন্তু নেমারের জন্য স্যান্টোস অবনমন এড়ায়।

তাঁর বাবা একটি ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘ও অবসর নিতে চেয়েছিল। কারণ, প্রত্যেক বছর একের পর এক চোট, তার পরে রিহ্যাব। এই প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে পড়েছিল। ও বলত, এই চোট থেকে ও ফিরে এলেও কি আগের মতো ফুটবল খেলতে পারবে? আমি ওকে বুঝিয়েছি, এখনও অনেক ফুটবল বাকি আছে তোর মধ্যে। অবসরের কথা ভাবিস না।’’

নেমার আবারও মূল স্তরের ফুটবলে ফেরার স্বপ্ন দেখেন। তাঁর বাবা বলেছেন, ‘‘ও স্বপ্ন দেখে ফের ব্রাজিলের হয়ে খেলার। আমি তো বলেই দিয়েছি, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। তুমি এই দেশের নায়ক। তোমাকে আবার ফিরে আসতেই হবে।ভাল করে খেল।’’

বাঁ-হাঁটুতে অস্ত্রোপচারের পরে নেমার এখন রিহ্যাব শুরু করেছেন। যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগে তাঁর পক্ষে মাঠে ফেরা কঠিন। স্যান্টোসের চিকিৎসকদেরপর্যবেক্ষণে রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন