Neymar altercation with referee

ম্যাচের মাঝেই রেফারির সঙ্গে ঝগড়া নেমারের, হলুদ কার্ড দেখে বললেন, ‘উনি আমাকে হুমকি দিয়েছেন’

আবার বিতর্কের কেন্দ্রে নেমার। ব্রাজিলীয় লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তে অখুশি হয়ে ঝগড়া করলেন। তার পর হলুদ কার্ড দেখে প্রতিবাদ জানালেন। ম্যাচের শেষে অভিযোগ করলেন, রেফারি তাঁকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২৩:০০
Share:

স্যান্টোসের হয়ে মাঠে নেমার। ছবি: রয়টার্স।

আবার বিতর্কের কেন্দ্রে নেমার। ব্রাজিলীয় লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তে অখুশি হয়ে ঝগড়া করলেন। তার পর হলুদ কার্ড দেখে প্রতিবাদ জানালেন। ম্যাচের শেষে অভিযোগ করলেন, রেফারি তাঁকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।

Advertisement

বার্সেলোনা, প্যারিস সঁ জরমেঁর মতো বড় ক্লাবে খেলার পর এখন নেমার খেলছেন ব্রাজিলের স্যান্টোসে। এই ক্লাব থেকেই উঠে আসা তাঁর। রবিবার রাতে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে খেলা ছিল স্যান্টোসের। সেই ম্যাচে স্যান্টোস ২-৩ গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেমারের ক্লাব।

৩৬ মিনিটের মাথায় একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্ক করতে শুরু করেন নেমার। কিছু ক্ষণ পরেই রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের ফুটবলারকে। দৃশ্যতই নেমারকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাঁকে শান্ত করেন দলের কোচ।

Advertisement

ম্যাচের পর নেমার বলেন, “রেফারি খুবই খারাপ। সম্মান জানিয়েই বলছি, উনি খুব অহঙ্কারী। ওঁরা লকার রুমে গিয়ে সব সময়ে বলেন যে শুধু অধিনায়কেরাই কথা বলতে পারবে। যখন আমি দলের অধিনায়ক হিসাবে কথা বলতে চাই, তখন উনি পিছন ফিরে দৌড়োতে শুরু করেন।”

নেমার জানিয়েছেন, দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও রেফারি তাঁর সঙ্গে কথা বলতে চাননি। নেমারের কথায়, “আমি ওঁর সঙ্গে কথা বলতে যাওয়ার সময় হুমকি দিয়েছেন। এটা মেনে নেওয়া কঠিন। হুমকি দেওয়ার পর আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন। বলেছেন, ‘তুমি যদি আমার কাছাকাছি আসো তা হলে হলুদ কার্ড দেখাব’। আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘আমি কি আপনার সঙ্গে কথা বলতেও পারব না’? উনি কিছু না শুনে হলুদ কার্ড দেখান।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement