Cristiano Ronaldo

আল নাসেরেই থাকবেন রোনাল্ডো, আরও এক বছরের জন্য সই করার সম্ভাবনা সৌদির ক্লাবে

সৌদি আরবের ক্লাবেই থাকতে চান পর্তুগালের ফুটবলার। আরও এক বছরের জন্য সেই ক্লাবে সই করতে চলেছেন তিনি। কয়েক দিনের মধ্যেই সেই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

এই বছরেই আল নাসেরের সঙ্গে চুক্তি শেষ হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে সৌদি আরবের ক্লাবেই থাকতে চান পর্তুগালের ফুটবলার। আরও এক বছরের জন্য সেই ক্লাবে সই করতে চলেছেন তিনি। কয়েক দিনের মধ্যেই সেই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

২০২৩ সালে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। দু’বছরের চুক্তি করেছিলেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসে খেলেছিলেন রোনাল্ডো। ২০২২ সালে ম্যাঞ্চেস্টার ছেড়ে দেন তিনি। পরের বছরই সই করেন আল নাসেরে। সেই সময় দু’বছরের চুক্তিতে সই করেছিলেন তিনি। সৌদি প্রো লিগের এক কর্তা সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, “রোনাল্ডো এখনও সই করেননি। তবে কয়েক দিনের মধ্যেই ঘোষণা হবে।”

রোনাল্ডো জানিয়েছিলেন, তিনি আল নাসেরের হয়ে খেলেই অবসর নিতে চান। তবে সেটা কোন বছরে তা বলেননি। রোনাল্ডো সৌদি আরবে খেলতে আসার পর থেকেই সেই দেশের ফুটবল আলোচনার কেন্দ্রে উঠে আসে। বিভিন্ন দেশ থেকে বড় ফুটবলারেরা সৌদিতে খেলতে আসেন। সেই তালিকায় নেমার, করিম বেঞ্জেমার মতো ফুটবলারেরা রয়েছেন। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপও সৌদি আরবে হবে।

Advertisement

গত বছর অগস্টে ইউটিউব চ্যানেল খুলেছিলেন রোনাল্ডো। ৯০ মিনিটের মধ্যে ১০ লক্ষ ফলোয়ার্স হয়ে যায় তাঁর। ২৪ ঘণ্টার মধ্যে যে সংখ্যা পৌঁছে যায় ২ কোটিতে। এখন তাঁর ফলোয়ার্স সংখ্যা প্রায় সাড়ে ৭ কোটি। রোনাল্ডোর হয়তো বিশ্বকাপ জেতা হয়নি। কিন্তু পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার বিশ্বের সবচেয়ে বেশি গোলের মালিক। ১০০০ গোল করতে রোনাল্ডোর আর ৭৬টি গোল প্রয়োজন। এই মরসুমে এখনও খেলা বাকি রয়েছে আল নাসেরের। সেই সঙ্গে আরও একটি মরসুম খেললে ১০০০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলতেই পারেন রোনাল্ডো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement