Paris Saint-Germain

Lionel Messi: সতীর্থকে মারধর, মেসির দলের মহিলা ফুটবলারের বিরুদ্ধে শুরু তদন্ত

সমস্যায় পড়ল লিয়োনেল মেসির ক্লাব। তবে পুরুষ নয়, মহিলা দলকে নিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৮:২০
Share:

সমস্যায় মেসির ক্লাব। ফাইল ছবি

সমস্যায় পড়ল লিয়োনেল মেসির ক্লাব। তবে পুরুষ নয়, মহিলা দলকে নিয়ে। এক সতীর্থকে মারধরের ঘটনায় প্রত্যক্ষ যোগাযোগ থাকায় প্যারিস সঁ জঁ মহিলা দলের ফুটবলার আমিনাতা দিয়ালোকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

গত বৃহস্পতিবার পিএসজি দলের তরফে এক রেস্তোরাঁয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। বাড়ি ফেরার সময় গাড়ি রাখার জায়গায় মহিলা দলের আর এক ফুটবলার খেইরা হামরাউইকে আক্রমণ করে কিছু পুরুষ। তাঁকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। জানা যায়, ওই ঘটনায় সরাসরি যোগ রয়েছে দিয়ালোর। এরপরেই তাঁকে আটক করে পুলিশ।

গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেইরার জায়গায় খেলেন দিয়ালো। ফ্রান্স দলেও প্রথমে সুযোগ পেয়েছিলেন খেইরা। তিনি চোটের কারণে নাম তুললে তাঁর জায়গায় ঢোকেন দিয়ালো। সতীর্থকে নির্যাতনের পিছনে ব্যক্তিগত কোনও রোষ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দোষী প্রমাণিত হলে কড়া শাস্তি হতে পারে দিয়ালোর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন