Real Madrid's New Coach

রিয়ালে শুরু জ়াবি-যুগ, আনচেলোত্তির বিদায়ের পরের দিনই মাদ্রিদ ফেরাল ‘ঘরের ছেলে’কে

প্রত্যাশামতোই রিয়াল মাদ্রিদের কোচ হলেন জ়াবি আলোন্সো। আগামী তিন বছরের জন্য কোচ হিসাবে তাঁকে নিয়োগ করল স্পেনের ক্লাব। ২০২৮-এর ৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৬:২৬
Share:

জ়াবি আলোন্সো। ছবি: রয়টার্স।

প্রত্যাশামতোই রিয়াল মাদ্রিদের কোচ হলেন জ়াবি আলোন্সো। আগামী তিন বছরের জন্য কোচ হিসাবে তাঁকে নিয়োগ করল স্পেনের ক্লাব। ২০২৮-এর ৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন তিনি। ১ জুন থেকে দায়িত্ব নেবেন জ়াবি। ফলে রিয়ালের কোচ হিসাবে তাঁর প্রথম চ্যালেঞ্জ ক্লাব বিশ্বকাপ।

Advertisement

শনিবার রিয়ালের কোচ হিসাবে শেষ ম্যাচ ছিল কার্লো আনচেলোত্তির। তাঁকে ক্লাবের তরফে সংবর্ধনা দেওয়া হয়। শেষ ম্যাচ ছিল লুকাস ভাজকুয়েজেরও। লুকা মদ্রিচও সান্তিয়াগো বের্নাবিউতে শেষ ম্যাচ খেলে ফেললেন।

রিয়ালের কাছে জ়‌াবি ‘ঘরের ছেলে’। আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁকে কিংবদন্তি এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে উল্লেখ করেছে রিয়াল। স্পেনের ক্লাবটির হয়ে ২০০৯-২০১৪ পর্যন্ত ২৩৬টি ম্যাচ খেলেছেন জ়‌াবি। ছ’টি ট্রফি জিতেছেন। তার মধ্যে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ইউরোপীয় সুপার কাপ, একটি লা লিগা, দু’টি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ রয়েছে।

Advertisement

স্পেনের হয়ে জ়াবি ১১৩টি ম্যাচ খেলেছেন। একটি বিশ্বকাপ এবং দু’টি ইউরো কাপ জিতেছেন।

কোচ হিসাবে রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি থেকেই উঠে এসেছেন জ়াবি। ২০১৮-১৯ মরসুমে অনূর্ধ্ব-১২ দলের দায়িত্বে ছিলেন। দু’টি ট্রফি জিতেছেন।

রিয়ালে তিনি আসছেন সফল কোচের তকমা নিয়েই। গত তিন বছর বায়ার লেভারকুসেনের দায়িত্বে ছিলেন। ঘরোয়া লিগের পাশাপাশি কাপ এবং জার্মান সুপার কাপ জিতেছেন। জ়াবির কোচিংয়ে লেভারকুসেন ২০২৩-২৪ মরসুমে টানা ৫১টি ম্যাচে অপরাজিত ছিল। একটিও ম্যাচ না হেরে ঘরোয়া লিগ জিতেছে।

আগামী সোমবার, আনুষ্ঠানিক ভাবে জ়াবিকে সমর্থকদের সামনে আনা হবে। পরে সাংবাদিকদের সঙ্গে কথাও বলবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement