real madrid

Real Madrid: রিয়াল মাদ্রিদের ঘরেই ফিরল লা লিগা, ৩৫ বার ঘরোয়া খেতাব জিতল তারা

শনিবার ঘরের মাঠে এস্প্যানিয়লকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ঘরোয়া লিগ জেতে তারা। চার ম্যাচ বাকি থাকতেই ঘরোয়া লিগ এল ‘লস ব্ল্যাঙ্কোস’দের দখলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ২২:০৩
Share:

কাপ নিয়ে রিয়াল ফুটবলারদের উচ্ছ্বাস ছবি রয়টার্স

লা লিগা জিতে নিল রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ৩৫ বার স্পেনের ঘরোয়া লিগ দখলে গেল তাদের। শনিবার ঘরের মাঠে এস্প্যানিয়লকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ঘরোয়া লিগ জেতে তারা। চার ম্যাচ বাকি থাকতেই ঘরোয়া লিগ এল ‘লস ব্ল্যাঙ্কোস’দের দখলে। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট হল রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট। ব্যবধান ১৭ পয়েন্টের। বাকি চারটি ম্যাচে কোনও ভাবেই রিয়ালকে আর টপকাতে পারবে না সেভিয়া।

ঘরোয়া খেতাব জিততে এ দিন স্রেফ ড্র দরকার ছিল রিয়ালের। কিন্তু শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে শুরু করেন কার্লো আনচেলোত্তির ছেলেরা। ৩৩ মিনিটে প্রথম গোল করেন রদ্রিগো। বিরতির দু’মিনিট আগে ফের গোল করেন তিনি। ম্যাচের মাঝপথেই কার্যত খেতাব নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

Advertisement

বিরতির পর রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন মার্কো আসেনসিয়ো। আগামী মঙ্গলবার ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবে এর পরেই কয়েক জন ফুটবলারকে তুলে নেন আনচেলোত্তি। তাতেও রিয়ালের চতুর্থ গোল আটকায়নি। সেটি এল করিম বেঞ্জেমার পা থেকেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন