FIFA World Cup Qatar 2022

মাঠের বাইরে থাকা নেমারকে খোলা চিঠি বিশ্বকাপজয়ী রোনাল্ডোর

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে পায়ের যন্ত্রণায় কাতর হয়ে মাঠ ছাড়েন নেমার। কিন্তু ব্রাজিলীয় তারকার চোট নিয়ে গণমাধ্যমে শুরু হয়ে যায় চর্চা। কিছু সমর্থক তাঁর চোট নিয়ে উল্লাসও প্রকাশ করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ০৭:০৯
Share:

নেমারকে ফিরে আসার বার্তা রোনাল্ডোর। ছবি রয়টার্স এবং সংগৃহীত।

পায়ে চোট পেয়ে তিনি আপাতত মাঠের বাইরে। নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে খোলা চিঠিতে ফিরে আসার বার্তা দিলেন তাঁর দেশের প্রাক্তন তারকা রোনাল্ডো নাজ়ারিয়ো দা লিমা।

Advertisement

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে পায়ের যন্ত্রণায় কাতর হয়ে মাঠ ছাড়েন নেমার। কিন্তু ব্রাজিলীয় তারকার নতুন চোট নিয়ে গণমাধ্যমে শুরু হয়ে যায় চর্চা। বেশ কিছু সমর্থক তাঁর চোট নিয়ে উল্লাসও প্রকাশ করেন। সেই ঘটনা দেখার পরে আর চুপ করে থাকতে পারেননি ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সেরা নায়ক।

ইনস্টাগ্রামে নেমারের সঙ্গে নিজের ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, ‘‘তোমার প্রতিভা এতটাই দূরে নিয়ে তোমাকে নিয়ে গিয়েছে যে, এই বিশ্বের প্রত্যকটি কোণে তার জন্য রয়েছে ভালবাসা এবং প্রশংসা। এবং সেই কারণে ও এমন এক জায়গায় নিজেকে নিয়ে গিয়েছে, যার ফলে প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে ঈর্ষা এবং অপপ্রচারের বিরুদ্ধে।’’

Advertisement

রোনাল্ডোকে আরও অবাক করে দিয়েছে নেমারের চোট নিয়ে বিদ্রুপের ঘটনা। তিনি লিখেছেন, ‘‘তোমার মতো এক তারকার চোট নিয়ে যখন এমন বিশ্রী উৎসব পালন করা হয়ে থাকে, তখন মনে হয় আমরা কত দূর এগোতে পেরেছি? এটা কোন পৃথিবী? আমরা তরুণ প্রজন্মের জন্য তা হলে কী বার্তা দিচ্ছি!’’

ব্রাজিলীয় তারকাকে ঘুরে দাঁড়ানোর সাহস দিয়ে রোনাল্ডো লিখেছেন, ‘‘এমন কিছু মানুষ থাকবেই, যারা সব সময়েই তোমার বিরোধিতা এবং শত্রুতা করেই যাবে। কিছু মানুষ এ ভাবে সমাজকে অসহিষ্ণু এবং ঘৃণ্য মন্তব্যের মাধ্যমে তাকে কলুষিত করে চলেছে, এটা দেখতেই খুব খারাপ লাগে। এই ধরনের মৌখিক কটূক্তি মানসিক ভাবে তোমাকে দুর্বল করে দিতে পারে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে লিখছি, আরও শক্তিশালী এবং গোলের খিদে নিয়ে ফিরে এসো।’’ যোগ করেছেন, ‘‘তুমি মাঠে এবং মাঠের বাইরে যা করে চলেছ, তার কাছে এই ঈর্ষা অতি ক্ষুদ্র এক বিষয়। এক মুহূর্তের জন্য এটা ভুলো না যে, ব্রাজিল তোমাকে ভালবাসে। কাপুরুষ, ভীরু মানুষদের মাথা তুলতে দিয়ো না। মনে রাখো ব্রাজিলের সিংহভাগ মানুষের তোমার প্রতি ভালবাসা নিয়ে। তুমি আবার ফিরে আসবে নেমার। এই ঈর্ষাই তোমাকে জ্বলে ওঠার রসদ দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন