Lionel Messi in Kolkata: Salt Lake Stadium vandalised

মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রু বিমানবন্দর থেকে পাকড়াও, ডিজি বললেন, ‘দর্শকদের টাকা ফেরত দেওয়া উচিত’

চড়া দামে টিকিট কিনেও লিয়োনেল মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। মাঠে পড়তে শুরু করে বোতল।

Advertisement

অনির্বাণ মজুমদার ও শোভন চক্রবর্তী

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:০৯
Share:

(বাঁ দিকে) শতদ্রু দত্ত এবং লিয়োনেল মেসি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৭ key status

আটক শতদ্রু

লিয়োনেল মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। জানালেন ডিজি রাজীব কুমার। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য ডিজির। টাকা ফেরত দেওয়া না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:১৭ key status

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের

স্টেডিয়ামের বাইরে রাস্তায় এখনও মানুষের ভিড়। এলাকা ফাঁকা করার চেষ্টা করছে পুলিশ।

ক্ষুব্ধ জনতাকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ছবি: সারমিন বেগম।

Advertisement
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬ key status

ঢাকার গণভবনের মতো লুট সল্টলেক স্টেডিয়ামে!

যুবভারতীতে লুট ক্ষুব্ধ জনতার একাংশের। ঘাস, চেয়ার, গাছের টব নিয়ে বাড়ির পথে দর্শকদের একাংশ। স্টেডিয়ামের নিরাপত্তা ঘিরে প্রশ্ন।

যুবভারতীর গাছের টব নিয়ে বাড়ির পথে এক মেসিপ্রেমী। ছবি: সারমিন বেগম।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৪ key status

উত্তেজনা ছড়াল স্টেডিয়ামের বাইরেও

স্টেডিয়ামের বাইরে উত্তেজনা। বাইপাসে উত্তেজনা ছড়াল। লাঠি নিয়ে জনতাকে তাড়া পুলিশের। ‘চোর-চোর’ স্লোগান জনতার। মেসিকে সামনে রেখে দুর্নীতির অভিযোগ জনতার একাংশের।

স্টেডিয়ামের বাইরে চলে এসেছে গ্যালারির চেয়ার। ছবি: সারমিন বেগম।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৭ key status

যুবভারতীতে ভাঙল চেয়ার-ফেন্সিং

গ্যালারির চেয়ার ভেঙে ফেলা হল মাঠে। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৩ key status

শুধু মেসি নয়, দেখা যায়নি লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন মেসিকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি। একসময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:২৬ key status

অগ্নিসংযোগের চেষ্টা

মাঠের ধারে রাখা তাঁবুতে অগ্নিসংযোগের চেষ্টা করেন কয়েক জন।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩ key status

লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

কয়েক জন ছিঁড়ে ফেলেন গোলপোস্টের জাল। ভেঙে ফেলেন সাজঘরে যাওয়ার ট্যানেলের ছাউনি।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:১২ key status

পরিস্থিতি সামাল দিতে নামল র‌্যাফ

ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন দু’-আড়াই হাজার মানুষ। পরিস্থিতি সামলাতে নামাতে হয় র‌্যাফ।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:১১ key status

মেসি বেরিয়ে যেতেই উত্তপ্ত যুবভারতী

১১.৫২ মিনিটে যুবভারতী থেকে মেসিকে বার করে নিয়ে যাওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:১০ key status

মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষোভ

মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে।

গ্যালারি থেকে তাঁকে দেখাই যায়নি। চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওযায় ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮ key status

মাঠে পড়ল চেয়ার-বোতল

গ্যালারি থেকে চেয়ার বোতল পড়ছে মাঠে। ভাঙা চেয়ার দিয়ে মাথা বাঁচাচ্ছে পুলিশ।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:০৭ key status

রণক্ষেত্র যুবভারতী

মেসির অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র যুবভারতী ক্রীড়াঙ্গন। দফায় দফায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। ক্ষুব্ধ জনতার দখলে যুবভারতী। মেসিকে ঘিরে থাকা মন্ত্রী-কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement