India

Thomas Dennerby: রক্ষণের দুর্বলতা নিয়ে সতর্ক দেনারবি

প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে ১-৬ হেরেছিলেন অদিতি চৌহানেরা। তার পরে এটি ভারতের দ্বিতীয় ম্যাচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৮:৪৮
Share:

জাতীয় মহিলা দলের কোচ থোমাস দেনারবি ছবি সংগৃহীত।

ব্রাজিলের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পরে মেয়েদের চর্তুদেশীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় আজ, সোমবার চিলির বিরুদ্ধে খেলতে নামছে ভারতের মেয়েরা। যে ম্যাচের আগে জাতীয় মহিলা দলের কোচ থোমাস দেনারবি রক্ষণ থেকে বল বিপন্মুক্ত করার দুর্বলতা সারিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন ছাত্রীদের। তাঁর মতে, এই ভুল শুধরে নিতে পারলে ফল অনেকটাই ভাল হতে পারে।

Advertisement

উল্লেখ্য, প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে ১-৬ হেরেছিলেন অদিতি চৌহানেরা। তার পরে এটি ভারতের দ্বিতীয় ম্যাচ। তাঁর আগে ভারতীয় কোচ বলেছেন, ‍‘‍‘আমরা প্রথম ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে বেশি গোল খেয়েছি। যার অর্থ এই নয় যে, আমাদের রক্ষণ ভঙ্গুর। সমস্যাটা হল রক্ষণ থেকে বল বিপন্মুক্ত করার দুর্বলতা। যা প্রথম ম্যাচে একাধিক বার হয়েছে। আমরা যদি এই ভুল শুধরে নিতে পারি, তা হলে পরের ম্যাচে অনেকটাই ভাল খেলতে পারব।’’

ভারতীয় কোচ আরও জানান, প্রথম ম্যাচে বেশি গোল খেলেও তাঁর মেয়েদের আত্মবিশ্বাসে ধাক্কা লাগেনি। বরং চিলির বিরুদ্ধে নতুন উদ্যমে খেলার জন্য তৈরি ফুটবলাররা। তাঁর কথায়, ‍‘‍‘ব্রাজিল ম্যাচ থেকে অনেক ইতিবাচক শিক্ষা পেয়েছে মেয়েরা। যা চিলি ম্যাচে প্রয়োগ করতে চাই আমরা। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলে বড় ব্যবধানে হারায় মেয়েদের আত্মবিশ্বাসে ঘা লাগেনি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন