অশ্বিনের জন্য মেয়ে হওয়ার খবর পাঁচ দিন গোপন রাখেন স্ত্রী

মাঠে রবিচন্দ্রন অশ্বিন ব্যাটসম্যানদের বোলিংয়ে চমকে দিচ্ছেন এ তো পরিচিত দৃশ্য। কিন্তু মাঠের বাইরে অশ্বিনের স্ত্রী পৃথ্বীও যে এ ভাবে চমকে দিতে পারেন সেটা কে জানত?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০২:৫১
Share:

মাঠে রবিচন্দ্রন অশ্বিন ব্যাটসম্যানদের বোলিংয়ে চমকে দিচ্ছেন এ তো পরিচিত দৃশ্য। কিন্তু মাঠের বাইরে অশ্বিনের স্ত্রী পৃথ্বীও যে এ ভাবে চমকে দিতে পারেন সেটা কে জানত?

Advertisement

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ভারতীয় স্পিনার। ২১ ডিসেম্বর। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৪-০ ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরের দিন। কিন্তু অশ্বিনের বাবা হওয়ার খবরটা সবার কাছে পাঁচ দিন চেপে গিয়েছিলেন অশ্বিনের স্ত্রী। যাতে তার ঠিক পরের দিনই অশ্বিনের আইসিসির দুটো পুরস্কার জয়ের উৎসব থেকে স্পটলাইট সরে না যায়। পৃথ্বীর শিশুকন্যা হওয়ার কথা সোমবার টুইটারে জানানোর ভঙ্গীও অভিনব, ‘‘২১ তারিখ ক্যারম বেবি#২ জন্ম দিয়েছি। আমার কন্যা অপেক্ষা করছিল কখন সাইক্লোন আর চিপকে পাঁচ দিনের টেস্টের জন্য গোটা রাজ্যের থমকে যাওয়াটা শেষ হবে।’’ এখানেই শেষ নয়, পৃথ্বীর এর পরের টুইটে আরও চমক, ‘‘আমরা টেস্টটা জেতার পর আমার তো এমন অবস্থা হয়েছিল যে মাঠেই বাচ্চা হয়ে যেত। হলে যে বড় খবর হত সন্দেহ নেই। পরের দিন আমাদের কন্যা জন্মাল। চাইনি ‘বর্ষসেরা ক্রিকেটার’-এর উপর থেকে নজর সরে যাক। তাই এখন সবাইকে খবরটা দিচ্ছি।’’ অশ্বিন আর পৃথ্বীর বিয়ে হয় ২০১১ সালে। প্রথম সন্তানের বাবা হন অশ্বিন গত বছর জুনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement