Cricketer

ভারতকে বিদ্রুপ করে ট্রোল্‌ড প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক

এত কম রানে ভারতের অলআউট হয়ে যাওয়া নিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ভারতীয় দলকে বিদ্রুপ করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। ভারতের এই বিপর্যয়ে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫২
Share:

ভারতের হার নিয়ে খোঁচা দিনে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন। ছবি ভনের টুইটার থেকে।

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডেও দাপটের সঙ্গে একদিনের সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। কিন্তু বৃহস্পতিবার চতুর্থ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০.৪ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায় মেন ইন ব্লুজরা। এত কম রানে ভারতের অলআউট হয়ে যাওয়া নিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ভারতীয় দলকে বিদ্রুপ করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। ভারতের এই বিপর্যয়ে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার ম্যাচের পর টুইটে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক লিখেছেন, ‘৯২-এ অল আউট ভারত। আজকের দিনে ১০০-র কম রানে অউট হয়ে যাওয়া সত্যি বিশ্বাস করতে পারছি না।’

ভারতকে খোঁচা দেওয়া এই টুইট করার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন ভন। তাঁর এই খোঁচা যে ভারতীয় সমর্থকরা একেবারেই ভালভাবে নেননি তা বোঝা যাচ্ছে এই টুইটে দেওয়া জবাবে। নেটিজেনরা ভনকে মনে করিয়ে দিয়েছেন সম্প্রতি ইংল্যান্ডের ১০০-র কম রানে গুটিয়ে যাওয়ার ঘটনা।

Advertisement

আরও পড়ুন: লজ্জার হার, অধিনায়কও মানছেন নিকৃষ্টতম ব্যাটিং

গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৭ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড।

কমেন্টে কেউ বলেছেন, ‘৯২ অন্তত ৭৭-এর থেকে বেশি।’ একজন বলেছেন, ‘আজকের দিনে ৭৭ রানে অল আউট! ভাবতেই পারছি না।’ কেউ আবার বলেছেন, ‘ধোনি ও কোহালিকে ছাড়া বিশ্বের তিন নম্বর দলের কাছে ৯২এ অল আউট হয়েছে ভারত। শক্তিশালী দল ইংল্যান্ড ৭৭ করেছে বিশ্বের আট নম্বর দলের বিরুদ্ধে।’

আরও পড়ুন: বল সুইং করলে ভয়ঙ্কর, বুঝিয়ে দিলেন বোল্ট

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন