Rafael Nadal

অবসরজীবন বিরক্তিকর লাগছে না নাদালের! এখন ছোটবেলার মতো স্বাধীনতা উপভোগ করতে চান

টেনিসজীবনের শেষ কয়েক বছর নানা চোট ভুগিয়েছে রাফায়েল নাদালকে। অধিকাংশ সময়ই তাঁকে কোর্টের বাইরে থাকতে হত। বিষয়টা বিরক্তিকর লাগছিল তাঁর। তাই অবসরজীবন খারাপ লাগছে না নাদালের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০
Share:

রাফায়েল নাদাল। —ফাইল চিত্র।

গত নভেম্বরে ডেভিস কাপ টাইয়ের পর অবসর নেন রাফায়েল নাদাল। প্রায় তিন মাস টেনিসের সঙ্গে সক্রিয় যোগাযোগ নেই ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের। আপাতত অবসরজীবন উপভোগ করছেন। অবসরের সিদ্ধান্ত নিয়েও কোনও আক্ষেপ নেই তাঁর। স্পেনের সংবাদমাধ্যম আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে অবসরজীবন নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন টেনিস খেলোয়াড়।

Advertisement

অবসরজীবন কেমন কাটছে? এই প্রশ্নের উত্তরে নাদাল বলেছেন, ‘‘ভালই আছি। এক দম ঠিকঠাক। আমি খুশি। জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখনও অবধি সব কিছু ভাল ভাবেই সামলাতে পেরেছি। খেলোয়াড়জীবনের অভাব তেমন অনুভব করছি না। সব মিলিয়ে নিজের মতো করে ভালই আছি।’’ নাদাল আরও জানিয়েছেন, টেনিসজীবনের শেষ কয়েকটা বছর ঠিক মতো উপভোগ করতে পারেননি। সে জন্য অবসর তাঁর কাছে বিরক্তিকর মনে হচ্ছে না। তিনি বলেছেন, ‘‘শেষ কয়েকটা বছর বেশ কঠিন গিয়েছে। টেনিসের অভাব অনুভব না করার সেটাও একটা বড় কারণ বলতে পারেন। তিন মাস হল অবসর নিয়েছি। এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। তবে ভালই আছি।’’

কিছুটা অবাক করে নাদাল জানিয়েছেন, প্রতিযোগিতামূলক টেনিস থেকে বিদায় নিতেও তাঁর খুব একটা কষ্ট হয়নি। বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড় বলেছেন, ‘‘খেলার স্বার্থে অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল। অনেক কিছু করতে পারতাম না। অবসর আমাকে আবার সেগুলো করার স্বাধীনতা দিয়েছে। এই ব্যাপারটা ভালই লেগেছে। ছোটবেলায় অনেক রকম খেলা খেলতাম। টেনিস বেছে নেওয়ার পর বাকিগুলো আর খেলার সুযোগ হত না। এখন চাইলে আবার সেই প্রিয় খেলাগুলো খেলতে পারব। ছোটবেলার সেই সময়টা ফিরে পাব। অবসরের এটাও একটা আনন্দ।’’

Advertisement

টেনিসজীবনের শেষ কয়েক বছর নানা চোট ভুগিয়েছে নাদালকে। অধিকাংশ সময়ই তাঁকে কোর্টের বাইরে থাকতে হত। খেলার সময়ও যেগুলি করতে চাইতেন, সেগুলি করতে পারতেন না। জিততেও পারছিলেন না। চোটে জর্জরিত শেষ দু’বছর নিজের উপরই যেন কিছুটা বিরক্ত হয়ে উঠেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement