Australia Polo Team

রিওতে অসুস্থ অস্ট্রেলিয়ার চার পোলো প্লেয়ার

অস্ট্রেলিয়ার সমস্যা যেন শেষই হচ্ছে না। কখনও গেমস ভিলেজে আগুন তো কখনও পেটের সমস্যা। গত ৪৮ ঘণ্টায় অস্ট্রেলিয়ার পোলো মহিলা অলিম্পিক্স দলের চার জন অসুস্থ হয়ে পড়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ১৯:১২
Share:

অস্ট্রেলিয়ার সমস্যা যেন শেষই হচ্ছে না। কখনও গেমস ভিলেজে আগুন তো কখনও পেটের সমস্যা। গত ৪৮ ঘণ্টায় অস্ট্রেলিয়ার পোলো মহিলা অলিম্পিক্স দলের চার জন অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসট্রোএনট্রাইটিসের ব্যাথায় কাবু তাঁরা। ১৩ জনের দল ফ্লাইট লেট হওয়ায় অেক দেরিতে ব্রাজিল পৌংছলেও সোমবার বিকেলে ট্রেনিংও করেন। অস্ট্রেলিয়া দলের চিফ কোচ কিটি চিলার বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি গেমস ভিলেজে যাওয়ার আগে ওদের চিকিৎসার ব্যবস্থা করা। স্বাভাবিক চিকিৎসাটা চলবে ততদিন। গেমস ভিলেজে যাঁরা রয়েছে তাঁদের সঙ্গে আমাদের কোনও গত ৪৮ ঘণ্টায় কোনও যোগাযোগ হয়নি। টিম ডাক্তারের তত্ত্বাবধানে অসুস্থ প্লেয়ারদের রাখা হয়েছে।’’

Advertisement

২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল অস্ট্রেলিয়ার পোলো দল। তাঁদের প্রথম ম্যাচ ৯ অগস্ট রাশিয়ার বিরুদ্ধে।বিজ্ঞানীরা রিও বিচে ‘‘সুপার ব্যাকটেরিয়া’’ পেয়েছে। যেখানে রোয়িং ও ক্যানোয়ির প্রতিযোগিতাগুলো হবে। যা নিয়ে চিন্তায় অ্যাথলিটরা। ওয়াটার স্পোর্টসের সকলেই বিষয়টি নিয়ে চিন্তিত।

আরও খবর

Advertisement

সমুদ্রে ঝাঁপিয়ে পড়া সেই শরণার্থী মেয়েটাই এ বার অলিম্পিক্সে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement