আইপিএলের চার চমক

আইপিএল নাইনের বয়স সবে আড়াই সপ্তাহ। এই কয়েক দিনেই সেখান থেকে উঠে এসেছে অনেক নতুন মুখ। তাক লাগিয়ে দিয়েছেন এমন কয়েক জন প্লেয়ার, যাঁদের কেউ আইপিএল শুরুর আগে ছিলেন একেবারে অজানা। আইপিএল নাইনের বয়স সবে আড়াই সপ্তাহ। এই কয়েক দিনেই সেখান থেকে উঠে এসেছে অনেক নতুন মুখ। তাক লাগিয়ে দিয়েছেন এমন কয়েক জন প্লেয়ার, যাঁদের কেউ আইপিএল শুরুর আগে ছিলেন একেবারে অজানা।

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ০৫:২৮
Share:

মুস্তাফিজুর রহমান

Advertisement

এখনও পর্যন্ত আইপিএল নাইনের সেরা পেসার যে এক বাংলাদেশি তরুণ, সেটা চমক ছাড়া আর কী! পাঁচ ম্যাচে উইকেট পেয়েছেন ৭টা, আর ব্যাটসম্যানদের কাঁদিয়ে ছেড়েছেন। পঞ্জাবের বিরুদ্ধে তাঁর বোলিং স্পেলটাই যার সেরা উদাহরণ— ৪-১-৯-২। সানরাইজার্স হায়দরাবাদকে নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখাচ্ছেন ‘দ্য ফিজ’। টিমে তাঁর গুরুত্ব এতটাই যে, একমাত্র বাংলায় স্বচ্ছন্দ মুস্তাফিজুরের সঙ্গে যোগাযোগ উন্নত করতে দোভাষী রাখছে হায়দরাবাদ।

Advertisement

ক্রুণাল পাণ্ড্য

হার্দিকের অলরাউন্ডার দাদা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন। বডোদরার দুই ভাই অনুপ্রেরণা নেন পাঠান-ভাইদের থেকে। প্রথম দিকে পরপর হারের ধাক্কা সামলে ওঠা মুম্বই টিমের ‘মিসিং লিঙ্ক’ হিসেবে ধরা হচ্ছে ক্রুণালকে। অধিনায়ক রোহিত শর্মা নিজে বলেছেন, প্রতিটা ম্যাচে গেমচেঞ্জার হয়ে দাঁড়াচ্ছেন বাঁ-হাতি স্পিনার ও ব্যাটসম্যান ক্রুণাল।

তাবরেজ শামসি

স্যামুয়েল বদ্রি চোট পেয়ে যাওয়ায় তাঁর বদলি হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেয় ছাব্বিশের এই দক্ষিণ আফ্রিকান স্পিনারকে। দু’ম্যাচে দু’উইকেট বসে গিয়েছে তাঁর নামের পাশে। ব্রেন্ডন ম্যাকালামের উইকেটও রয়েছে যার মধ্যে। বাঁ-হাতি চায়নাম্যান আবার কেকেআরের ব্র্যাড হগকে অনুপ্রেরণা হিসেবে দেখেন। স্বদেশী ইমরান তাহিরের কাছ থেকেও সাহায্য পেয়েছেন।

মুরুগন অশ্বিন

রাইজিং পুণে সুপারজায়ান্টসের লেগস্পিনার এখন পর্যন্ত অরিজিন্যাল অশ্বিনের চেয়ে বেশি সফল। চেন্নাই সুপার কিংগসের এক সময়কার নেট বোলার পাঁচ ম্যাচে সাত উইকেট নিয়ে পার্পল ক্যাপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন। হাতে বড় টার্ন আছে। গুগলিও চমৎকার। ইতিমধ্যেই এমএসডির ভরসা হয়ে উঠেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন