French Open

নাদালকে সংবর্ধিত করবেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ, প্রতিযোগিতা শুরুর আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

গত বছরই রাফায়েল নাদালকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ। কিন্তু প্রতিযোগিতা শুরুর কয়েক সপ্তাহ আগেও খেলার ব্যাপারে নিশ্চিত না হওয়ায় রাজি হননি ১৪ বারের চ্যাম্পিয়ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২১:২৮
Share:

রাফায়েল নাদাল। ছবি: এক্স (টুইটার)।

রাফায়েল নাদালকে বিশেষ সংবর্ধনা দেবেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ। আগামী প্রতিযোগিতা শুরুর আগে সংবর্ধিত করা হবে ১৪ বারের চ্যাম্পিয়নকে। ২৫ মে নাদালের সম্মানে আয়োজন করা হবে জমকালো অনুষ্ঠান।

Advertisement

আগামী ফরাসি ওপেন শুরু হবে ২৫ মে। সে দিনই খেলা শুরুর আগে ফিলিপ সঁতিয়ের কোর্টে সংবর্ধিত হবেন নাদাল। গত বারই নাদালকে সংবর্ধিত করতে চেয়েছিলেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ। কিন্তু স্পেনের টেনিস খেলোয়াড় সেই প্রস্তাব নাকচ করে দেন। চোট সারিয়ে প্রতিযোগিতায় নেমেছিলেন তিনি। গত বছর অলিম্পিক্সের পর নভেম্বরে ডেভিস কাপের একটি ম্যাচ খেলে অবসর নিয়েছেন নাদাল। এ বার তিনি ফরাসি ওপেনের আয়োজকদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

নাদালকে স‌ংবর্ধনা দেওয়ার বিষয়টি জানিয়েছেন ফরাসি ওপেনের ডিরেক্টর এমিলি মোরেসমো। প্রাক্তন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বলেছেন, ‘‘ফরাসি ওপেনের ইতিহাসে নাদাল নিজের একটা অধ্যায় তৈরি করেছে। ওর তৈরি করা ছাপ অনস্বীকার্য। তাই ওর সম্মানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা নাদালকে সংবর্ধনা জানাতে চাই। অনুষ্ঠানটা সবাইকে চমকে দেবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা গত বছরই নাদালকে সংবর্ধনা জানাতে চেয়েছিলাম। ও রাজি হয়নি। কারণ ফরাসি ওপেন খেলার ব্যাপারে নিশ্চিত ছিল না কয়েক সপ্তাহ আগেও। এখন নাদাল অবসর নিয়েছে। আমাদের প্রস্তাব খুশি মনেই গ্রহণ করেছে।’’

Advertisement

গত বছর ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে আলেকজান্ডার জ়েরেভের কাছে হেরে গিয়েছিলেন নাদাল। চোট সারিয়ে কোর্টে নামলেও পরিচিত মেজাজে দেখা যায়নি ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement