Harbhajan Singh

ফের শিরোনামে কইফ-ভাজ্জির বন্ধুত্ব

ভারতের হয়ে যখন খেলতেন তখন থেকেই চর্চার কেন্দ্রে হরভজন সিংহ এবং মহম্মদ কইফের বন্ধুত্ব। মাঠের মধ্যে এবং মাঠের বাইরে দু’জনের খুনসুটি ছিল আলোচনার অন্যতম কেন্দ্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ১৭:৫৫
Share:

এই সেই ছবি। ছবি: টুইটার।

ভারতের হয়ে যখন খেলতেন তখন থেকেই চর্চার কেন্দ্রে হরভজন সিংহ এবং মহম্মদ কইফের বন্ধুত্ব। মাঠের মধ্যে এবং মাঠের বাইরে দু’জনের খুনসুটি ছিল আলোচনার অন্যতম কেন্দ্র। ক্রিকেটকে বিদায় জানালেও মাঠের বাইরে সেই বন্ধুত্ব এখনও অটুট।

Advertisement

সেই বন্ধুত্বই ফের এক বার শিরোনামে উঠে এল শনিবার হরভজন সিংহের একটি টুইটকে কেন্দ্র করে।

নিজের সঙ্গে কইফের একটি ছবি পোস্ট করে হরভজন লেখেন, “এক চুম্মা তু মুঝকো উধার দে দে-গানটা সম্পূর্ণ হল। সব সময়ই মজায় থাকি যখন তুমি পাশে থাকো।”

Advertisement

আরও পড়ুন: কেকেআর-এর নতুন অধিনায়ক দীনেশ কার্তিক

কিঙ্গস ইলেভেন পঞ্জাবের বোলিং কোচ হলেন ভেঙ্কটেশ প্রসাদ

আরও পড়ুন কিঙ্গস ইলেভেন পঞ্জাবের বোলিং কোচ হলেন ভেঙ্কটেশ প্রসাদ 🙈 👍😜👌🏏 🙏👌👌 🙌 (_)

আরও পড়ুন কিঙ্গস ইলেভেন পঞ্জাবের বোলিং কোচ হলেন ভেঙ্কটেশ প্রসাদ (_)

ভাজ্জির পোস্টের জবাবে একটি ছবি টুইট করেন কইফ লেখেন “প্রিয় ভাজ্জি আরও(চুমু) পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তোমার সঙ্গে দেখা করে সব সময় ভাল লাগে।” ) !

দু’জনের এই বন্ধুত্বকে কেন্দ্র করে একের পর এক টুইট করতে থাকেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement