shooting

বিয়ে করছেন শুটার গগন নারং ও অন্নু রাজ সিংহ

২০১২ সালে ভারতকে লন্ডন অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন গগন। পিস্তল শুটার অন্নু অলিম্পিক্সে পদক না পেলেও সোনা জিতেছেন কমনওয়েলথ গেমসে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৫:২৫
Share:

বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন শুটার গগন নারং ও অন্নু রাজ সিংহ ছবি টুইটার

বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন শুটার গগন নারং ও অন্নু রাজ সিংহ। কিছুদিনের মধ্যেই চার হাত এক হবে তাঁদের। অনুষ্ঠান হবে হায়দরাবাদে। এই খবর ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শুভেচ্ছাবার্তা পেতে শুরু করেছেন দুই শুটারই।

Advertisement

২০১২ সালে ভারতকে লন্ডন অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন গগন। পিস্তল শুটার অন্নু অলিম্পিক্সে পদক না পেলেও সোনা জিতেছেন কমনওয়েলথ গেমসে। অন্নু বলেন, ‘‘আমরা ২০০২ সাল থেকে এক সঙ্গে দেশের হয়ে খেলছি। দুজনেই দুজনের ভাল সময়ে, খারাপ সময়ে পাশে থেকেছি। তবে এর মধ্যে দিয়ে কোন সময়ে আমরা একে অপরকে ভালবেসে ফেলেছি তা বুঝতে পারিনি।’’

গগন নারং বলেন, ‘‘আমার মা ওকে খুব ভালবাসে। তেমনি ওর বাবা মাও আমাকে ভালবাসেন। করোনা পরিস্থিতিতে বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটানোর ফাঁকেই বিয়ের বিষয় চূড়ান্ত হয়। দেশের হয়ে খেলার সময় আমরা খেলা নিয়েই বেশি কথা বলি। তাই বিয়ে নিয়ে ভাববার সময় ছিল না।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘শুটিংয়ের দৌলতেই একে অপরকে ভালো ভাবে চিনতে পেরেছি। আমরা একসঙ্গে অনেক ভাল সময় কাটানোর পাশাপাশি অনেক খারাপ সময়ও কাটিয়েছি।’’

অন্নু বলেন, ‘‘আমি অলিম্পিক্সের বিভিন্ন ট্রায়ালে অংশ নিচ্ছিলাম। তাই বিয়েতে কিছুটা দেরি হল।’’ ট্রায়ালে অংশ নিলেও অলিম্পিক্সে সুযোগ পাননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন