Australia

অস্ট্রেলিয়ার টিম বাসে ভাঙচুর কান্ডে গ্রেফতার ২

অস্ট্রেলিয়ার টিম বাস ভাঙচুরের অভিযোগে বুধবার দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করল গুয়াহাটির গড়চুক থানার পুলিশ। এ দিন অস্ট্রেলিয়ার টিম হোটেলের পাশ থেকেই ওই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ১৮:৪২
Share:

বিপর্যস্ত অজি টিম বাস।-নিজস্ব চিত্র।

অস্ট্রেলিয়ার টিম বাস ভাঙচুরের অভিযোগে বুধবার দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করল গুয়াহাটির গড়চুক থানার পুলিশ। এ দিন অস্ট্রেলিয়ার টিম হোটেলের পাশ থেকেই ওই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। দু’জনের নাম পবিত্র কাশাতিয়া এবং রাকেশ হাজোয়ার। পুলিশ সূত্রে খবর, এখনও দোষ স্বীকার করেনি ওই দুই অভিযুক্ত। মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার টিম বাস লক্ষ্য করে ইঁট, পাথর ছোড়া হয়।

Advertisement

আরও পড়ুন: অস্ট্রেলিয়া টিম বাসে পাথর, ঘটনাকে লঘু করতে ব্যস্ত পুলিশ-প্রশাসন

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার টিমবাসের কাচ ভাঙল পাথরে, মুখ পুড়ল গুয়াহাটির

Advertisement

অন্য দিকে, গত রাতের ঘটনার জন্য এ দিন অস্ট্রেলিয়ার টিম হোটেলের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্ষমা চাইতেও দেখা যায় গুয়াহাটির ক্রিকেট সমর্থকদের।

এখনও পর্যন্ত এই ঘটনায় সরকারি ভাবে অস্ট্রেলিয়া টিমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে, প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লি জানিয়েছেন, অপ্রত্যাশিত এই ঘটনার বিবরণ দিয়ে আইসিসিকে কোনও চিঠি পাঠাবে না অস্ট্রেলিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন