রোনাল্ডোহীন রিয়ালে গুরুত্ব পাচ্ছেন বেল

লোপেতেগির কথায়, ‘‘যখন রিয়াল মাদ্রিদে কোচিং করানোর জন্য চুক্তিতে সই করি, তখনও রোনাল্ডো দলের সঙ্গে ছিল। কিন্তু কয়েক দিন পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেয় ও। সুতরাং কোচ হিসেবে একটা দুর্দান্ত দল তৈরি করাটাই আমার কাছে প্রথম এবং প্রধান কাজ। আর সেটা উপভোগ করছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০৬:০২
Share:

সাক্ষাৎ: জুভেন্তাসের জিমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেখা হয়ে গেল সতীর্থ ইগুয়াইনের সঙ্গে। মঙ্গলবার থেকে নেমে পড়লেন অনুশীলনেও। টুইটার

বিশ্বকাপের পরেই দল ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি গিয়েছেন ইতালির ‘সেরি আ’-র দল জুভেন্তাসে। এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার য়ুলেন লোপেতেগি গুরুত্ব দিচ্ছেন রোনাল্ডো জমানায় সে ভাবে প্রচারের আলোয় না থাকা গ্যারেথ বেলকে।

Advertisement

লোপেতেগির কথায়, ‘‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া রিয়াল মাদ্রিদের একটি শক্তিশালী দল তৈরি করা যে কোনও কোচের কাছেই দুর্দান্ত চ্যালেঞ্জ।’’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘মনে হচ্ছে আসন্ন মরসুমটা গ্যারেথ বেলের কাছে দুর্দান্ত হবে।’’ যার অর্থ, ওয়েলসের ফরোয়ার্ডকে গুরুত্ব দিয়েই দল সাজাচ্ছেন রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার।

বুধবারই আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে জোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে লোপেতেগির রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে গ্যারেথ বেলের উচ্ছ্বসিত প্রশংসা করে রিয়াল ম্যানেজার বলে যান, ‘‘বেলকে এ বার এগিয়ে এসে নেতৃত্ব দিতে হবে রিয়াল আক্রমণকে। যে ভাবে এত দিন রোনাল্ডো দিয়ে এসেছিল। ওর থেকে অনেক কিছু আশা করছে ক্লাব। বেলের সেরা পারফরম্যান্স বের করে আনার জন্য দায়িত্ব আমার।’’

Advertisement

লোপেতেগির কথায়, ‘‘যখন রিয়াল মাদ্রিদে কোচিং করানোর জন্য চুক্তিতে সই করি, তখনও রোনাল্ডো দলের সঙ্গে ছিল। কিন্তু কয়েক দিন পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেয় ও। সুতরাং কোচ হিসেবে একটা দুর্দান্ত দল তৈরি করাটাই আমার কাছে প্রথম এবং প্রধান কাজ। আর সেটা উপভোগ করছি।’’

দায়িত্ব নেওয়ার পরে ম্যান ইউয়ের বিরুদ্ধেই প্রথম রিয়ালের বেঞ্চে বসবেন স্পেনের প্রাক্তন কোচ। যে প্রসঙ্গে তিনি বলছেন, ‘‘প্রাক-মরসুম প্রস্তুতি আমাদের কিছুটা আগে শুরু করেছে ম্যান ইউ। কাজেই মোরিনহোর ছেলেরা এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবে। সামনেই সুপার কাপের ম্যাচ। সেখানেই আসল পরীক্ষা। কারণ ওটাই মরসুমের প্রথম ট্রফি। সুতরাং কেউ যেন আহত না হয়ে পড়ে সেটাও দেখতে হবে।’’

ইতিমধ্যেই স্পেনের ফুটবল মহলে গুজব রটেছিল, বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তোয়াকে দলে নিতে চলেছে রিয়াল মাদ্রিদ। সে ক্ষেত্রে দল ছাড়তে পারেন দলের গোলকিপার কেলর নাভাস। সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গ উঠলে নাভাসের দল ছাড়ার প্রসঙ্গ উড়িয়ে লোপেতেগি বলেন, ‘‘নাভাসের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। ও থাকছে। গত কয়েক মরসুম ধরেই রিয়াল মাদ্রিদের গোলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে নাভাস। ও দলে থাকায় আমরা আরও আত্মবিশ্বাসী মেজাজে খেলতে পারব। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে চাই না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন