কাঁধে চোট গম্ভীরের

লোকেশ রাহুল, শিখর ধবনের তালিকায় ঢুকে পড়লেন গৌতম গম্ভীরও। ওপেনারদের চোটের তালিকায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এর আগে চোটের কারণে ছিটকে যেতে হয়েছে রাহুল-ধবনকে।

Advertisement
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৬ ০২:৩০
Share:

লোকেশ রাহুল, শিখর ধবনের তালিকায় ঢুকে পড়লেন গৌতম গম্ভীরও। ওপেনারদের চোটের তালিকায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এর আগে চোটের কারণে ছিটকে যেতে হয়েছে রাহুল-ধবনকে। এ বার গম্ভীরও দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Advertisement

সোমবার ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমেছিলেন গম্ভীর। ব্যক্তিগত ছ’রানের মাথায় চোটটা লাগে। রান নিতে গিয়ে ক্রিজে ডাইভ দেওয়ার সময় তাঁর ডান কাঁধে চোট লাগে। গম্ভীরকে এই কাঁধের চোট অনেক দিন ধরেই ভুগিয়েছে। এ দিন সেখানেই আবার লাগে। মাঠেই কাঁধ চেপে ধরতে দেখা যায় গম্ভীরকে। টিম ফিজিওকে মাঠে আসার সঙ্কেতও দেন। এবং তার পর আর ব্যাট করাও সম্ভব হয়নি কেকেআর অধিনায়কের পক্ষে। আহত ও অবসৃত হয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়।

ভারতীয় টিমের পক্ষ থেকে এখনও জানানো হয়নি গম্ভীরের চোট কতটা গুরুতর। শুধু এটুকু বলা হয়েছে যে, চোট খতিয়ে দেখা যাচ্ছে। যা পরিস্থিতি, তাতে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে গম্ভীর নামতে পারবেন কি না, তা নিয়ে সংশয় আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement