নাইটদের শিবিরে আজ গম্ভীর

কেকেআরের নেটে নেমে পড়লেন রবিন উথাপ্পা ও ড্যারেন ব্র্যাভো। শহরে চলে এলেন ইউসুফ পাঠান। আর সোমবার সন্ধ্যায় শহরে এসে পৌঁছচ্ছেন ক্যাপ্টেন গৌতম গম্ভীরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০৪:০৮
Share:

প্রস্তুতি: ইডেনে নেমে পড়লেন রবিন উথাপ্পা। ছবি: সুদীপ্ত ভৌমিক

কেকেআরের নেটে নেমে পড়লেন রবিন উথাপ্পা ও ড্যারেন ব্র্যাভো। শহরে চলে এলেন ইউসুফ পাঠান। আর সোমবার সন্ধ্যায় শহরে এসে পৌঁছচ্ছেন ক্যাপ্টেন গৌতম গম্ভীরও।

Advertisement

রবিবার সন্ধ্যায় ইডেনে ব্র্যাভো ও উথাপ্পা বেশ খানিকক্ষণ নেটে ব্যাট করেন। শনিবার থেকে ইডেনে অনুশীলন শুরু করেছেন নাইটরা। আগের দিন দলের ছ’জন ক্রিকেটার গা ঘামিয়েছিলেন। এ দিন তাঁদের সঙ্গে নেটে যোগ দিলেন এই দুই তারকা ক্রিকেটারও। ঘণ্টা দেড়েকের নেট প্র্যাকটিসে সম্ভাব্য প্রথম এগারোর ক্রিকেটাররাই বেশিক্ষণ সময় কাটান। সোমবার নেটে যোগ দেবেন ইউসুফ পাঠান। মঙ্গলবার গম্ভীর।

এ দিকে দলের তারকা স্পিনার সুনীল নারিন পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে খেললেও তিনি কেকেআরের প্রথম ম্যাচের আগে ঠিক সময়ে যোগ দেবেন বলে জানালেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। রবিবার রাতে তিনি জানান, ‘‘২ এপ্রিল ওখানে শেষ ম্যাচ। তার পর সুনীল ঠিক সময়েই দলের সঙ্গে যোগ দেবে। সে রকম ব্যবস্থা করে রেখেছি আমরা।’’ কোচ জাক কালিসও এপ্রিলের প্রথম সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেবেন বলে খবর। দল প্রথম ম্যাচ খেলার জন্য ৪ এপ্রিল রাজকোট রওনা হচ্ছে। সুনীল নারিন সম্ভবত ওখানেই দলের সঙ্গে যোগ দেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement