বিরাটের খারাপ সময়ে অনুষ্কাই পাশে ছিল: গাওস্কর

‘অনুষ্কা শর্মা বিরাটকে ক্রিকেটার হিসেবে বড় হতে সাহায্য করেছে।’ সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার দিকে আঙুল তোলার পর টুইটারে প্রতিবাদ জানিয়েছিলেন স্বয়ং বিরাট কোহলি। এবার অনুষ্কার সমর্থনে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তিনি বলেন, ‘‘অনুষ্কা খুব ভাল মেয়ে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ১৫:২৯
Share:

‘অনুষ্কা শর্মা বিরাটকে ক্রিকেটার হিসেবে বড় হতে সাহায্য করেছে।’ সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার দিকে আঙুল তোলার পর টুইটারে প্রতিবাদ জানিয়েছিলেন স্বয়ং বিরাট কোহলি। এবার অনুষ্কার সমর্থনে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তিনি বলেন, ‘‘অনুষ্কা খুব ভাল মেয়ে।’’ শুধু এখানেই থামেননি গাওস্কর। আরও একধার এগিয়ে তিনি বলেন, ‘‘অনুষ্কা বিরাটের জীবনে পজিটিভ ইমপ্যাক্টই নিয়ে এসেছিল। বিরাটকে ক্রিকেটার হিসেবে এগিয়ে যেতে ও ভাল মানুষ হয়ে উঠতে সাহায্য করেছে অনুষ্কার সঙ্গে সম্পর্ক।’’

Advertisement

দারুণ ছন্দে রয়েছেন বিরাট। ব্যাট হাতে দেশকে নিয়মিত সাফল্য এনে দিচ্ছেন। কিন্তু এশিয়া কাপের আগেই খবর ছড়িয়ে পরে বিচ্ছেদ হয়ে গিয়েছে দু’জনের। এবং অনেকদিন দু’জনকে একসঙ্গে দেখাও যায়নি। অতীতে দেখা যেত যেখানেই খেলছেন বিরাট পৌঁছে যেতেন অনুষ্কা। বিশ্বকাপে অস্ট্রেলিয়াতেও পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু তার পর থেকেই শুরু হয় সম্পর্কের জটিলতা। যদিও প্রকাশ্যে কেউই এই নিয়ে মুখ খোলেননি। কিন্তু অনুষ্কার অপমান মানতে পারেননি বিরাট।

গাওস্কর বলেন, ‘‘দু’জনকে একসঙ্গে দারুণ মানায়। শুধু তাই নয় বিরাটের যখন ভারতীয় দলে খারাপ অবস্থা তখন বিরাটের পাশে থেকেছে অনুষ্কা।’’ মোহালিতে দুরন্ত ব্যাট করে দলকে সেমিফাইনালে তোলার পর যখন অনুষ্কার নামে নানা বক্তব্য ছড়িয়ে পড়তে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তখন বিরাটও এই একই কথা বলেছিলেন। ‘‘ও যেটা করেছিল সেটা হল শুধু আমাকে উৎসাহিত করা আর আমাকে সমর্থন করা।’’ গাওস্কর মনে মনে হয়তো চাইছেন আবার একসঙ্গে চলুক বিরাট-অনুষ্কা। বিরাট-অনুষ্কাও কি তাই চাইছেন।

Advertisement

আরও খবর

২২ গজের বাইরে ধোনিকে সরিয়ে এক নম্বরে কোহালি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন