মেয়ের নাম রাখতে গিয়েও মহিলা বিতর্কে গেইল

তাঁর ব্যাটিং নিয়ে বিস্তর কাটাছেঁড়া করেও তেমন কোনও উত্তর পাননি বোলাররা। মাঠে নেমে বিপক্ষ বোলারের বল গ্যালারির কোন প্রান্তে উড়িয়ে দেবেন, সেটাই থাকে তাঁর একমাত্র লক্ষ্য। ক্যারিবিয়ান বাঁ হাতির ব্যাটিং তাণ্ডব দেখে যেমন বাকি বিশ্ব হাঁ হয়ে যায়, তেমনই ক্রিস গেইলের নবজাতকের নামও চমকে দিয়েছে সকলকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ১৬:০৩
Share:

তাঁর ব্যাটিং নিয়ে বিস্তর কাটাছেঁড়া করেও তেমন কোনও উত্তর পাননি বোলাররা। মাঠে নেমে বিপক্ষ বোলারের বল গ্যালারির কোন প্রান্তে উড়িয়ে দেবেন, সেটাই থাকে তাঁর একমাত্র লক্ষ্য। ক্যারিবিয়ান বাঁ হাতির ব্যাটিং তাণ্ডব দেখে যেমন বাকি বিশ্ব হাঁ হয়ে যায়, তেমনই ক্রিস গেইলের নবজাতকের নামও চমকে দিয়েছে সকলকে।

Advertisement

দিন কয়েক আগে বাবা হয়েছেন গেইল। আর বিশ্বকে চমকে দিয়ে তিনি সদ্যোজাতের নাম রেখেছেন ‘ব্লাশ’। মাস কয়েক আগে এই শব্দটিই তাঁর কেরিয়ারে ডেকে এনেছিল তুমুল বিতর্ক। বিগ ব্যাশে খেলার সময়ে অস্ট্রেলিয়ার এক অ্যাঙ্করকে দেখে তিনি মন্তব্য করেছিলেন, ‘ডোন্ট ব্লাশ বেবি’। গেইলের এই মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ১০ হাজার ডলার জরিমানা হয় তাঁর। ব্যান করা হয় পরবর্তী বেশ কয়েকটি ম্যাচেও।

ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে সুখবরটি দিয়ে দিন কয়েক আগে গেইল পোস্ট করেন, ‘‘আমি আর নাতাশা নিজেদের সুন্দর মেয়ে ব্লাশকে স্বাগত জানাতে চাই।’’ ‘ইউনিভার্স বস’ বাবা হওয়ার পর শুভেচ্ছা জানান আঙ্কল বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক কোহালি পোস্ট করেন, ‘‘অনেক শুভেচ্ছা গেইল আর নাতাশাকে। অ্যাঞ্জেল ব্লাশের আঙ্কল বিরাট হতে পেরে গর্বিত।’’ কিছু দিন আগেই সন্তানসম্ভবা বান্ধবীর পাশে থাকতে জামাইকা উড়ে গিয়েছিলেন আরসিবি-র গেইল। যে কারণে আজকের পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে থাকবেন না গেইল।

Advertisement

আরও পড়ুন:
গেইল ও সুন্দরীরা...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন