অভিধান কিনুন, পরামর্শ শাস্ত্রীর

ওয়ান ডে সিরিজে ৬ ম্যাচে কোহালির রান ৫৫৮, তিনটে সেঞ্চুরি-সহ। শাস্ত্রী বলছেন, ‘‘শুধু পরিসংখ্যান নয়। দেখতে হবে আপনি কী ভাবে রানটা করছেন। এবং সেই রান কী প্রভাব ফেলছে সিরিজে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪১
Share:

রবি শাস্ত্রী।—ফাইল চিত্র।

ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেটারেরা তাঁর পরামর্শে যে উপকৃত হয়েছেন, এই নিয়ে কোনও সন্দেহ নেই। এ বার জনৈক সাংবাদিকের জন্য বিশেষ পরামর্শ দিলেন ভারতের কোচ রবি শাস্ত্রী!

Advertisement

শুক্রবার সেঞ্চুরিয়নে ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে শাস্ত্রীকে প্রশ্ন করা হয়, বিরাট কোহালি যে ভাবে ব্যাট করে চলেছেন, এর পরে তাঁকে নতুন কী নামে ডাকা যায়? যে প্রশ্ন শুনে সাংবাদিককে শাস্ত্রীর জবাব, ‘‘আপনাকে আমি একটা পরামর্শ দিতে চাই। আমি যদি আপনার জায়গায় থাকতাম, তা হলে কাল সোজা একটা বইয়ের দোকানে চলে যেতাম। সেখানে গিয়ে অক্সফোর্ড অভিধানের আধুনিকতম সংস্করণ কিনে নিয়ে দেখতাম, কী ভাবে আমার শব্দ ভাণ্ডার আরও বাড়ানো যায়। না হলে বিরাট কোহালির প্রশংসা কী করে করব!’’

শাস্ত্রীর কাছে আরও জানতে চাওয়া হয়, এই সিরিজে কোহালি কতটা প্রভাব ফেললেন? যার জবাবে ভারতের কোচ বলে গেলেন, ‘‘বিশাল প্রভাব। ব্যাটসম্যান হিসেবে ওর অবদানটা একবার দেখুন। দক্ষিণ আফ্রিকার আক্রমণের বিরুদ্ধে ছ’ম্যাচে পাঁচশোর ওপর রান। এর পরে আমার আর কী বলার থাকতে পারে?’’

Advertisement

ওয়ান ডে সিরিজে ৬ ম্যাচে কোহালির রান ৫৫৮, তিনটে সেঞ্চুরি-সহ। শাস্ত্রী বলছেন, ‘‘শুধু পরিসংখ্যান নয়। দেখতে হবে আপনি কী ভাবে রানটা করছেন। এবং সেই রান কী প্রভাব ফেলছে সিরিজে। আমি একটা কথাই বলব, বিরাট এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান।’’ শাস্ত্রী মনে করেন, অধিনায়ক যে তীব্রতা আনেন খেলায়, সেটা বাকিদের দারুণ ভাবে অনুপ্রাণিত করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement