বুফনকে বিশ্বসেরা বলছেন গ্রিজম্যান

গত ন’বছরে ব্যালন ডি’অর মানেই হয়ে উঠেছে মেসি ও রোনাল্ডোর দ্বৈরথ। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে এ বারও ব্যালন ডি’ওর জেতার ফেভারিট রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০৩:১৫
Share:

গত ন’বছরে ব্যালন ডি’অর মানেই হয়ে উঠেছে মেসি ও রোনাল্ডোর দ্বৈরথ। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে এ বারও ব্যালন ডি’ওর জেতার ফেভারিট রোনাল্ডো।

Advertisement

আতলেতিকো দে মাদ্রিদ স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যানের মতে আর রোনাল্ডো-মেসির দাপট দেখা যাবে না ব্যালন ডি’ওরে। বরং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতে ব্যালন ডি’ওর জিতবেন য়ুভেন্তাসের কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইগি বুফন। ‘‘য়ুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জিতবে। তারপর বুফনকে ব্যালন ডি’ওর দেওয়া উচিত,’’ বলছেন গ্রিজম্যান।

গত কয়েক মাসে জল্পনা তুঙ্গে গ্রিজম্যানের জন্য নাকি বড় প্রস্তাব নিয়ে হাজির ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দিয়েগো সিমিওনে ক্লাব ছাড়বেন বলেই আর আতলেতিকোতে থাকতে চান না গ্রিজম্যান। সে সব জল্পনা উড়িয়ে আতলেতিকোর ফরাসি স্ট্রাইকার অবশ্য জানিয়ে দিলেন তিনি থাকছেন ক্লাবে। ‘‘আমি অত বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। এটুকু জানি আতলেতিকোয় আমি খুশি। এই ক্লাবের হয়ে ট্রফি জিততে চাই,’’ বলছেন গ্রিজম্যান। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি নতুন চুক্তিতে সই করার আগে কথা বলেছিলাম সিমিওনের সঙ্গে। ও ক্লাব ছেড়ে চলে গেলেও আমি থাকব।’’ তবে আতলেতিকো ছাড়লে কী করবেন সেটার ছক কষে রেখেছেন গ্রিজম্যান। ‘‘যদি দল পাল্টাতেই হয় তা হলে এনবিএ-তে যাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement