গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে বোমা ফাটালেন সহবাগ

গুরু গ্রেগ সম্পর্কে এ কী বললেন বীরেন্দ্র সহবাগ? একেবারে তাঁর ম্যানেজমেন্ট দক্ষতার উপর সরাসরি আঙুল তুললেন সহবাগ! তা গুরু গ্রেগ সম্পর্কে কী বলেছেন বীরু? একটি এন্টারটেনমেন্ট ওয়েবসাইটে তিনি মন্তব্য করেন, ম্যান ম্যানেজমেন্টের বিষয়ে গ্রেগের দক্ষতা ছিল এক দম জিরো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ১৪:১৩
Share:

গুরু গ্রেগ সম্পর্কে এ কী বললেন বীরেন্দ্র সহবাগ? একেবারে তাঁর ম্যানেজমেন্ট দক্ষতার উপর সরাসরি আঙুল তুললেন সহবাগ! তা গুরু গ্রেগ সম্পর্কে কী বলেছেন বীরু? একটি এন্টারটেনমেন্ট ওয়েবসাইটে তিনি মন্তব্য করেন, ম্যান ম্যানেজমেন্টের বিষয়ে গ্রেগের দক্ষতা ছিল এক দম জিরো। তবে গ্রেগের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই তোলেননি বীরু। বরং প্রশংসাই করেন।

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পরই গ্রেগের কোচিং স্টাইল নিয়ে প্শ্ন উঠতে শুরু করে দলের অন্দরেই। বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে মনোমালিন্যের খবরও সামনে এসেছে। এক কথায়, গ্রেগের সঙ্গে ভারতীয় দলের সম্পর্ক যে খুব একটা ভাল ছিল না তা পরবর্তী কালে স্পষ্ট হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement