গ্রিজম্যানের গোলে জমে উঠল লা লিগা

লিওনেল মেসির হোয়াটসঅ্যাপ মেসেজই কি উদ্বু্দ্ধ করল আতলেতিকো দে মাদ্রিদকে? স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, মাদ্রিদ ডার্বির চব্বিশ ঘণ্টা আগে আতলেতিকো ফুটবলারদের হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিলেন মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০৩:৫৮
Share:

ত্রাতা: রিয়ালের বিরুদ্ধে গ্রিজম্যানের সেই গোল। ছবি: গেটি ইমেজেস

লিওনেল মেসির হোয়াটসঅ্যাপ মেসেজই কি উদ্বু্দ্ধ করল আতলেতিকো দে মাদ্রিদকে?

Advertisement

স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, মাদ্রিদ ডার্বির চব্বিশ ঘণ্টা আগে আতলেতিকো ফুটবলারদের হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিলেন মেসি। যাঁর একটাই আবেদন ছিল— রিয়াল মাদ্রিদকে আটকে দাও। এল এম টেনের কথা রাখল আতলেতিকো দে মাদ্রিদ।

শনিবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ১-১ ড্র করল আতলেতিকো। বার্সাকে লা লিগার শীর্ষে ওঠার সুযোগ করে দিল গ্রিজম্যানরা।

Advertisement

মাদ্রিদ ডার্ব মানেই গত কয়েক মরসুমে হয়ে উঠেছে রক্ষণাত্মক খেলার মহড়া। এ দিনও সেই ধারা বজায় থাকল। রক্ষণাত্মক ভাবেই শুরু করে দু’দল। রিয়াল দু’একটা সুযোগ পেলেও গোল করতে পারেনি। বিরতির পর পেপের গোলে ১-০ এগোয় রিয়াল। ডার্বি জয়ের থেকে মাত্র পাঁচ মিনিট দূরে ছিল রিয়াল। কিন্তু গ্রিজম্যানের নিঁখুত ফিনিশের সৌজন্যে হারের থেকে বাঁচল আতলেতিকো। রিয়াল ড্র করায় আবার জিদানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠল। রিয়ালের ফরাসি ম্যানেজার বলছেন, ‘‘আতলেতিকো খুব ভাল খেলেনি। আমরা শেষের দিকে মনঃসংযোগ হারিয়ে ফেলি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন