হারল গুজরাত

সুরেশ রায়নার ৫১ বলে ৭৫-এর ইনিংস সত্ত্বেও জিততে পারল না তাঁর দল গুজরাত লায়ন্স। বরং ওপেনার ডেভিড ওয়ার্নার ও শিখর ধবনই অপরাজিত থেকে সানরাইজার্স হায়দরাবাদকে জিতিয়ে দিল দশ উইকেটে।

Advertisement
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ০৩:৪৭
Share:

সুরেশ রায়নার ৫১ বলে ৭৫-এর ইনিংস সত্ত্বেও জিততে পারল না তাঁর দল গুজরাত লায়ন্স। বরং ওপেনার ডেভিড ওয়ার্নার ও শিখর ধবনই অপরাজিত থেকে সানরাইজার্স হায়দরাবাদকে জিতিয়ে দিল দশ উইকেটে।

Advertisement

রায়নাদের তোলা ১৩৫ রান ৩১ বল বাকি থাকতেই তুলে নিলেন ওয়ার্নাররা। প্রথম দুই ম্যাচে হারার পর পরের দুই ম্যাচে জিতে এখন লিগ টেবলে চার নম্বরে হায়দরাবাদ। অন্য দিকে এই প্রথম ম্যাচ হেরে দুই নম্বরে গুজরাত। এক নম্বরে থাকা কেকেআরের চেয়ে নেট রান রেটে পিছিয়ে তারা।

পাল্টা ব্যাট করতে নেমে ওয়ার্নার ৪৮ বলে ৭৪ ও ধবন ৪১ বলে ৫৩ করে দলকে জিতিয়ে দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement