কেনকে নিয়ে ঝুঁকি নেবে না টটেনহ্যাম

টটেনহ্যামের ম্যানেজার এই বিষয়ে খোলাখুলি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন হ্যারি কেন পুরোপুরি ফিট না হলে তাঁকে মাঠে নামানো হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩৯
Share:

টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেন।

গত ১৩ জানুয়ারি থেকে চোটের কারণে তিনি মাঠের বাইরে। কবে ফের খেলতে দেখা যাবে টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেনকে?

Advertisement

টটেনহ্যামের ম্যানেজার এই বিষয়ে খোলাখুলি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন হ্যারি কেন পুরোপুরি ফিট না হলে তাঁকে মাঠে নামানো হবে না। মাউরিসিয়ো পোচেত্তিনো বলেছেন, ‘‘হ্যারিকে দশ দিন আগেও যদি এই প্রশ্নটা করা হত, তা হলেও বলত মাঠে নামতে তৈরি। কিন্তু চোট সারিয়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে মাঠে ফিরে আসতে হয়।’’

হ্যারি চোট পেয়ে ছিটকে যাওয়ায় টটেনহ্যাম নিঃসন্দেহে ধাক্কা খেয়েছে। যেটা তাদের খেলায় দেখা গিয়েছে। পোচেত্তিনো বলেছেন, ‘‘হ্যারির ক্ষেত্রে বলব, ও ঠিক ভাবেই এগোচ্ছে। সব খেলোয়াড়ই প্রথম সুযোগে মাঠে নেমে পড়তে চায়। আর হ্যারি তো এ ব্যাপারে সবার আগে। যেন মেশিন। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে।’’

Advertisement

হ্যারি কেন অবশ্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন। যেটা স্বস্তি দিচ্ছে ক্লাবকে। স্পারস ম্যানেজার বলছেন, ‘‘আমরা সবাই দারুণ খুশি হয়েছি দেখে যে, হ্যারি আবার অনুশীলনে নেমেছে। ও এখন ভাল অবস্থায় আছে। আশা করব, দ্রুতই মাঠে ফিরতে পারবে।’’

টটেনহ্যাম অবশ্য পাচ্ছে না দালে আলিকেও। তিনিও চোট পেয়ে বাইরে। যা নিয়ে পোচেত্তিনো বলেছেন, ‘‘সুস্থ হওয়ার দৌড়ে আলি এখন শেষ পর্বে আছে। এই পর্বটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। এখনও আমরা বুঝতে পারছি না, কত দিনের মধ্যে মাঠে ফিরতে পারবে ও। সেটা এক সপ্তাহ হতে পারে, দু’সপ্তাহ হতে পারে আবার দশ দিনও হতে পারে। আমরা ব্যাপারটার ওপরে নজর রাখছি।’’

গত তিন বছরে লিগের প্রথম তিন দলের মধ্যে জায়গা করে নিয়েছিল টটেনহ্যাম। শনিবার জিতলে ম্যাঞ্চেস্টার সিটি এবং লিভারপুলের দু’পয়েন্টের মধ্যে চলে আসবে তারা। বেঁচে থাকবে লিগ জয়ের স্বপ্নও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন