গোলাপি বলে শুরু প্রথম দিন-রাতের টেস্ট

দুপুর দেড়টা। অ্যাডিলেড ওভালে টস করতে নামলেন ব্রেন্ডন ম্যাকালাম এবং স্টিভন স্মিথ। টসে জিতে ব্যাটিং নিলেন কিউই অধিনায়ক। মিচেল স্টার্ক ম্যাচের প্রথম বলটি মার্টিন গাপ্তিলকে করার সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন ইতিহাসে। ১৯৭৭ সালের ডিসেম্বরে প্রথম নৈশালোকে বল করেছিলেন ইমরান খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ১১:৫২
Share:

নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ছবি: রয়টার্স।

দুপুর দেড়টা। অ্যাডিলেড ওভালে টস করতে নামলেন ব্রেন্ডন ম্যাকালাম এবং স্টিভন স্মিথ। টসে জিতে ব্যাটিং নিলেন কিউই অধিনায়ক। মিচেল স্টার্ক ম্যাচের প্রথম বলটি মার্টিন গাপ্তিলকে করার সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন ইতিহাসে। ১৯৭৭ সালের ডিসেম্বরে প্রথম নৈশালোকে বল করেছিলেন ইমরান খান। জনপ্রিয়তা বাড়তে বাড়তে দিন-রাতের ম্যাচই এখন হয় বেশি। আর এ দিন গোলাপি বলে দিন-রাতের প্রথম টেস্ট শুরু হল অ্যাডিলেডে। সে দিনের ইমরান আর আজকের মিচেল স্টার্ক— যেন সম্পুর্ণ হল একটা বৃত্ত।

Advertisement

অ্যাডিলেডের পিচ অবশ্য বেশ পাটা। সবুজের সামান্য আস্তরণ থাকলেও ব্যাটসম্যানদের অসুবিধা হওয়ার কোনও কারণ নেই। এই টেস্টে আবার লাঞ্চের কোনও বিরতিই নেই। দুই দলের ক্রিকেটাররা প্রথম ব্রেক পেলেন ২৮ ওভারের পর, একেবারে টি ব্রেকে। এবং লাঞ্চের জায়গায় থাকছে ডিনার ব্রেক।

ঐতিহাসিক টেস্টে অবশ্য শুরুটা ভালই করেছে নিউজিল্যান্ড। গাপ্তিল, উইলিয়ামসন দ্রুত আউট হলেও দলকে টানছেন লাথাম-টেলর জুটি। ের মধ্যে হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন লাথাম।

Advertisement

তেব এ সবই শুকনো তথ্য। দিন রাতের এই টেস্ট ক্রিকেটের ভবিষ্যত বদলে দেবে কি না তা সময়ই বলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement