(বাঁ দিক থেকে) সূূর্যকুমার যাদব, হরমনপ্রীত সিংহ এবং সলমন আঘা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সূর্যকুমার যাদবদের পথে হাঁটবেন না হরমনপ্রীত সিংহেরা। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে আপত্তি নেই ভারতের হকি খেলোয়াড়দের। হকি ইন্ডিয়া জানিয়েছে, খেলার মাঠে পাকিস্তানিদের সঙ্গে সৌজন্য বজায় রাখা নিয়ে তাদের কোনও আপত্তি নেই।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর গত এশিয়া কাপে সলমন আলি আঘাদের সঙ্গে করমর্দন করতে রাজি হননি সূর্যেরা। চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেননি তাঁরা। নকভিও পাল্টা ট্রফি দেননি। সেই বিতর্ক এখনও চলছে। মহিলাদের এক দিনের বিশ্বকাপেও ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি হরমনপ্রীত কৌরেরা। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছে, হকির ক্ষেত্রে তেমন কিছু চাইছেন না দিলীপ তিরকেরা।
গত মাসে মালয়েশিয়ায় সুলতান অফ জহর কাপে পাকিস্তানের জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে রীতি মেনে হাই-ফাইভ করেছিলেন ভারতীয় দলের সকলে। তা নিয়ে তৈরি হয় বিতর্ক। ক্রীড়াপ্রেমীদের একাংশ বিষয়টি ভাল ভাবে নেননি। বিতর্কের প্রেক্ষিতে হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংহ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমরা ক্রিকেটকে অনুসরণ করতে পারি না। ক্রিকেটারেরা যা করেছেন, সেটা তাঁদের ব্যাপার। আমরা অলিম্পিক চার্টার মেনে চলি। আন্তর্জাতিক হকি সংস্থার নির্দেশমতো আমাদের চলতে হয়। কোনও দেশের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন বা হাই-ফাইভ করা যাবে না, এমন কোনও নির্দেশ আমাদের খেলোয়াড়দের আমরা দিইনি।’’ ভোলানাথ আরও বলেছেন, ‘‘আমরা খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে চলি। খেলোয়াড়দেরও কোনও নির্দেশ দিই না। আগামী দিনেও পাকিস্তানের সঙ্গে খেলা পড়লে খেলোয়াড়দের কোনও নির্দেশ দেওয়া হবে না। আমাদের লক্ষ্য খেলে জয় ছিনিয়ে আনা।’’
এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপ খেলতে পাকিস্তান হকি ফেডারেশন ভারতে দল পাঠায়নি। এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ভোলানাথ। তিনি জানিয়েছেন, হকি কর্তারা নিয়ম মেনে চলার পক্ষে।